শব্দ থেকে কবিতা
১১. কবি সব সময় কিসে কথা বলেন?
ক. উপমায় খ. সুরে
গ. শব্দে ঘ. ছন্দে
১২. কবিতায় ছবি আঁকতে হবে কিসের মাধ্যমে?
ক. সুরের মাধ্যমে
খ. ছন্দের মাধ্যমে
গ. উপমার মাধ্যমে
ঘ. অলংকারের মাধ্যমে
১৩. ‘দোকানি’ কবিতায় দোকানি কী রঙের পুতুল বিক্রি করে?
ক. খয়েরি খ. সাদা
গ. লাল ঘ. সবুজ
১৪. ‘দোকানি’ কবিতায় চকচকে কী বিক্রি করার কথা বলেছেন কবি?
ক. বিদ্যুতের আলো
খ. তারার আলো
গ. সূর্যের আলো
ঘ. চাঁদের আলো
১৫. কবিতায় ‘ছন্দ’ বলতে লেখক কী বুঝিয়েছেন?
ক. উপমা খ. শব্দের মিল
গ. তাল ঘ. রং গন্ধ, বর্ণ, সুর
১৬. ‘শব্দ থেকে কবিতা’ রচনায় নতুন ছবি, নতুন ভাব কোথায় খেলা করে?
ক. কবিতার বইয়ে খ. পাঠকের ভাবনায়
গ. কবিদের চেতনায় ঘ. শব্দের অভিধানে
১৭. এই কথা নতুন হতে হবে—নতুন বলতে কী বোঝানো হয়েছে?
ক. নতুন কথা নতুন রূপে বলতে হবে
খ. পুরাতন কথা নতুন নতুন শব্দের দ্বারা বলতে হবে
গ. যে কথা কেউ বলে গেছে, সে কথা মাঝে মাঝে বলতে হবে
ঘ. যে প্রসঙ্গে কেউ বলে গেছে, তা বলা
যাবে না
১৮. ‘খেলতে হবে শব্দের খেলা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. শব্দের একত্রকরণ
খ. শব্দ মিলিয়ে কবিতা রচনা করা
গ. শব্দ দিয়ে ঘুড়ি ওড়ানো
ঘ. শব্দ দিয়ে শব্দজট খেলা
১৯. উপমা কী?
ক. অলংকার খ. ছন্দ
গ. উদাহরণ ঘ. তুলনা
সঠিক উত্তর
শব্দ থেকে কবিতা: ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
আমিনুল ইসলাম, প্রভাষক
উত্তরা মডেল স্কুল, ঢাকা