রূপতত্ত্ব
১২. যে শব্দ দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে বলে—
i. বিশেষ্য ii. বিশেষণ
iii. ক্রিয়া
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
১৩. ক্রিয়া প্রধানত কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১৪. যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে তাকে কী বলে?
ক. বিশেষ্য খ. সমাপিকা ক্রিয়া
গ. অসমাপিকা ক্রিয়া ঘ. ক্রিয়া
১৫. যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায় তাকে কী বলে?
ক. বিশেষ্য খ. সমাপিকা ক্রিয়া
গ. অসমাপিকা ক্রিয়া ঘ. ক্রিয়া
১৬. বিশেষ্য শব্দের শেষে কী যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয়?
ক. উপসর্গ খ. অনুসর্গ
গ. বিভক্তি ঘ. প্রত্যয়
১৭. কোন শব্দ দ্বারা নারী ও পুরুষ উভয়কে বোঝায়?
ক. দাদা খ. মামা
গ. উপাচার্য ঘ. খালা
সঠিক উত্তর
রূপতত্ত্ব: ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. গ