বাংলা ২য় পত্র | বাক্যের রূপান্তর

প্রশ্ন ২৩

১. দেশপ্রেমিকেরা দেশকে ভালোবাসে। (জটিল)

২. পৃথিবীতে অবাস্তব বলে কিছুই নেই। (অস্তিবাচক)

৩. শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়সূচক)

৪. তোমার এরূপ ব্যবহার উচিত হয়নি। (অস্তিবাচক)

৫. আজকাল সব জিনিসই দুর্লভ। (নেতিবাচক)

৬. আমার কথা বিশ্বাস করো, তোমার মঙ্গল হবে। (সরল)

৭. পরিশ্রম করো, তবে ফল পাবে। (মিশ্র)

৮. রাতটি বড় ভয়ানক। (বিস্ময়সূচক)

উত্তর

১. যারা দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসে।

২. পৃথিবীতে সবকিছুই বাস্তব।

৩. আহা! শীতে দরিদ্র মানুষের কী কষ্ট!

৪. তোমার এরূপ ব্যবহার অনুচিত।

৫. আজকাল কোনো জিনিসই সহজে লাভ করা যায় না।

৬. আমার কথা বিশ্বাস করলে তোমার মঙ্গল হবে।

৭. যদি পরিশ্রম করো, তবে ফল পাবে।

৮. কী ভয়ানক রাত!

প্রশ্ন ২৪

১. লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। (যৌগিক)

২. সে নিরপরাধ, অতএব সে মুক্তি পাবে। (জটিল)

৩. এত সাধনা করলাম, কিন্তু তোমার মন পেলাম না। (সরল)

৪. সৎ লোক কখনো মিথ্যার সঙ্গে আপস করে না। (জটিল)

৫. ছেলেটি গরিব, কিন্তু মেধাবী। (সরল)

৬. আজ খুব আনন্দ। (বিস্ময়সূচক)

৭. দুর্জনকে দূরে রেখো। (অনুজ্ঞাসূচক)

৮. তুমি আসবে এবং আমি যাব। (সরল)

উত্তর

১. লোকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।

২. যেহেতু সে নিরপরাধ, সেহেতু সে মুক্তি পাবে।

৩. এত সাধনা করেও তোমার মন পেলাম না।

৪. যে সৎ লোক,সে কখনো মিথ্যার সঙ্গে আপস করে না।

৫. ছেলেটি গরিব হলেও মেধাবী।

৬. আজ কী আনন্দ!।

৭. দুর্জনের কাছ থেকে দূরে থাকা উচিত।

৮. তুমি আসবে আমি যাব।


মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা