প্রশ্ন ১৫
১. লোভ পরিত্যাগ করলে সুখে থাকবে। (জটিল)
২. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
৩. আমার কথা বিশ্বাস করো, তোমার মঙ্গল হবে। (সরল)
৪. শাহানার স্বাস্থ্য ভালো। (নেতিবাচক)
৫. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। (অস্তিবাচক)
৬. মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞা)
৭. আমার নিবাস নাই। (অস্তিবাচক)
৮. ভুল সকলেই করে। (প্রশ্নবাচক)
উত্তর
১. যদি লোভ পরিত্যাগ করো, তাহলে সুখে থাকবে।
২. তিনি বিদ্বান, কিন্তু অহংকার নেই।
৩. আমার কথা বিশ্বাস করলে তোমার মঙ্গল হবে।
৪. শাহানার স্বাস্থ্য খারাপ নয়।
৫. মিথ্যাবাদীকে সকলেই অপছন্দ করে।
৬. মন দিয়ে লেখাপড়া করিয়ো।
৭. আমি নিবাসহীন।
৮. সকলেই কি ভুল করে?
প্রশ্ন ১৬
১. সে সুস্থ নয়। (অস্তিবাচক)
২. তার নাম অহনা (জিজ্ঞাসাসূচক)
৩. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবাচক)
৪. পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে। (জটিল)
৫. পঞ্জিকার পাতা উল্টাইতে থাকিল। (নেতিবাচক)
৬. যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল)
৭. একলা যেতে ভয় করবে না তো? (অস্তিবাচক)
৮. দেশের সেবা করা সকলের কর্তব্য। (অনুজ্ঞাসূচক)
উত্তর
১. সে অসুস্থ।
২. তার নাম কি অহনা নয়?
৩. সরস্বতী বর দেবেন কি?
৪. যারা পরিশ্রমী লোক, তারাই সাফল্য লাভ করে।
৫. পঞ্জিকার পাতা উল্টানো বন্ধ রইল না।
৬. বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে।
৭. একলা যেতে ভয় করবে কি না জানতে চাই।
৮. সকলেই দেশের সেবা করবে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান, শিক্ষকবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা