বিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৫

১৩. পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করার কারণ—

i. পাতা চ্যাপ্টা ও প্রসারিত হওয়ায় বেশি পরিমাণ সূর্যালোক পায়

ii. পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে

iii. পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা বেশি থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. স্থলজ উদ্ভিদ কোন অংশ দিয়ে মাটি থেকে পানি শোষণ করে?

ক. মূলরোম খ. দেহতল

গ. জাইলেম টিস্যু ঘ. পাতা

১৫. কোন ধরনের উদ্ভিদ দেহতল দিয়ে পানি শোষণ করে?

ক. উভচর

খ. আধা নিমজ্জিত জলজ

গ. স্থলজ

ঘ. নিমজ্জিত জলজ

১৬. কোনটি আলোর প্রধান উৎস?

ক. সৌরবিদ্যুৎ

খ. সূর্যালোক

গ. ইলেকট্রিক কোষ

ঘ. ডায়নামো

১৭. সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় কার্বন ডাই–অক্সাইডের উৎস কোনটি?

ক. পানি খ. প্রাণী

গ. উদ্ভিদ ঘ. গাড়ি

১৮. সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদের কার্বন ডাই–অক্সাইড প্রবেশ করে কোনটির মাধ্যমে?

ক. কিউটিকল খ. লেন্টিসেল

গ. পত্ররন্ধ্র ঘ. জাইলেম টিস্যু

১৯. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়—

i. গ্লুকোজ

ii. অক্সিজেন

iii. কার্বন ডাই–অক্সাইড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. নিমজ্জিত উদ্ভিদ পানি সংগ্রহ করে—

i. মূল দিয়ে ii. কাণ্ড দিয়ে

iii. পাতা দিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১. সালোকসংশ্লেষণের পর্যায়—

i. আলোক পর্যায়

ii. রাসায়নিক পর্যায়

iii. অন্ধকার পর্যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. কোনটির মাধ্যমে সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধের সৃষ্টি হয়েছে?

ক. প্রস্বেদন খ. ব্যাপন

গ. বিকিরণ ঘ. সালোকসংশ্লেষণ

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. ঘ