ভূগোল ও পরিবেশ | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৮. প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গঠিত পরিবেশকে কী বলে?

ক. সামাজিক পরিবেশ

খ. ভৌগোলিক পরিবেশ

গ. প্রাকৃতিক পরিবেশ

ঘ. সাংস্কৃতিক পরিবেশ

৯. মানুষের আচার-আচরণ, রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশ হলো—

ক. প্রাকৃতিক পরিবেশ

খ. ভৌগোলিক পরিবেশ

গ. সামাজিক পরিবেশ

ঘ. আধুনিক পরিবেশ

১০. পরিবেশের উপাদান কত প্রকার?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

১১. ‘ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান।’—কে বলেছেন?

ক. হামবোল্ট খ. অ্যাকারম্যান

গ. কার্ল রিটার ঘ. ম্যাকনি

১২. যে বিদ্যায় ভৌত পরিবেশ ও এতে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে কী বলে?

ক. প্রাকৃতিক ভূগোল

খ. সমাজবিদ্যা

গ. সমুদ্রবিদ্যা

ঘ. কার্যকরী বিদ্যা

১৩. পৃথিবীর কত অংশ সমুদ্র?

ক. এক-চতুর্থাংশ খ. দুই-চতুর্থাংশ

গ. তিন-চতুর্থাংশ ঘ. চার-পঞ্চমাংশ

সঠিক উত্তর

অধ্যায় ১: ৮. গ ৯. গ ১০. ক ১১. ক ১২. ক ১৩. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল