যুক্তিবিদ্যা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নিলা দর্শন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন। তিনি আজ দর্শনের এমন একটি শাখার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করছেন, যার জনক হচ্ছেন অ্যারিস্টটল। নতুন নতুন ধারণার সঙ্গে উক্ত বিষয়টি তিনি শাশ্বত ঐতিহ্য ও গুরুত্বকে মানুষের কাছে অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরছেন।

১২. উদ্দীপকে নিলা দর্শনের কোন শাখার গুরুত্ব তুলে ধরেছেন?

ক. যুক্তিবিদ্যা খ. অধিবিদ্যা

গ. জ্ঞানবিদ্যা ঘ. নীতিবিদ্যা

১৩. উক্ত বিষয়টির উৎপত্তি ও ক্রমবিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত—

i. পর্যবেক্ষণ ও বিশ্লেষণ

ii. সংশ্লেষণ ও সংজ্ঞা

iii. হেত্বাভাস বা ত্রুটি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. প্রত্যেকটি ঘটনা বা কাজের পেছনে পূর্ববর্তী কোনো একটি ঘটনা কার্যকর রয়েছে। উক্তিটির যথার্থতা কী?

ক. প্রাকৃতিক নিয়মানুবর্তিতা নীতি

খ. কার্যকারণ নিয়ম

গ. গাণিতিক যুক্তি

ঘ. মিলের ধারণা

১৫. জোসেফ যুক্তিবিদ্যাকে কী হিসেবে অভিহিত করেছেন?

ক. কলা খ. বিজ্ঞান

গ. নীতিবিদ্যা ঘ. অধিবিদ্যা

১৬. কোন মনীষী আধুনিক দর্শনের জনক বলে খ্যাত?

ক. ফ্যান্সিস বেকন

খ. জর্জ বুল

গ. গোটল ফ্রের্গো

ঘ. আলফ্রেড নর্থ হোয়াইট হেড

১৭. ‘কোনো মানুষ নয় অমর’—এটি কোন ধরনের যুক্তিবাক্য ?

ক. সার্বিক সদর্থক যুক্তিবাক্যে

খ. সার্বিক নঞর্থক যুক্তিবাক্যে

গ. বিশেষ সদর্থক যুক্তিবাক্য

ঘ. বিশেষ নঞর্থক যুক্তিবাক্য

১৮. যুক্তিবিদ্যাকে কলা হিসবে স্বীকৃতি দিয়েছেন কোন যুক্তিবিদ?

ক. হ্যামিলটন খ. টমসন

গ. অ্যালড্রিচ ঘ. জোসেফ

১৯. কার মতে যুক্তিবিদ্যায় সকল প্রায়োগিক ও ব্যবহারিক দিক বিদ্যমান?

ক. জে এর মিল

খ. আই এম কপি

গ. এইচ ডব্লিউ বি যোসেফ

ঘ. ইমানুয়েল কান্ট

সঠিক উত্তর

অধ্যায় ১: ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


হাসান ইবরাহিম, প্রভাষক
মিরপুর বাংলা কলেজ, ঢাকা