রসায়ন | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

৪১. অরবিটালের শক্তি ক্রমের ক্ষেত্রে—

i. 2s<2p<4s

ii. 3p<4s<3d

iii. 3p>4d> 5s

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ৪২ থেকে ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

30X মৌলটির ১টি পরমাণুর ভর 4.98X10-23gm.

৪২. 30X মৌলটির প্রতীক নিচের কোনটি?

ক. Cu খ. Zn

গ. Ag ঘ. Hg

৪৩. মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত?

ক. 3.27×10-3 খ. 1.66×10-2

গ. 10.6 ঘ. 30

৪৪. মানবদেহে মোট কতটি ভিন্ন ভিন্ন মৌল পাওয়া সম্ভব?

ক. 26 খ. 28

গ. 29 ঘ. 36

৪৫. মৌলিক পদার্থ—

i. কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে

ii. ভাঙলে ওই পদার্থই পাওয়া যায়

iii. গবেষণারে তৈরি করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

৪৬. কোনটির অণুতে চারটি পরমাণু থাকে?

ক. নাইট্রোজেন খ. সালফার

গ. ফসফরাস ঘ. অক্সিজেন

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৪১. ক ৪২. খ ৪৩. ঘ ৪৪. ক ৪৫.ক ৪৬. গ