রসায়ন ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

২৪. NH4Cl যৌগটিতে রয়েছে—

i. আয়নিক বন্ধন

ii. সমযোজী বন্ধন

iii. সন্নিবেশ বন্ধন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. নিচের কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়?

ক. CuSO4 খ. Na2SO4

গ. Al2(SO4)3 ঘ. BaSO4

২৬. নিচের কোনটির বন্ধন কোণ সবচেয়ে বেশি?

ক. মিথেন

খ. অ্যামোনিয়া

গ. পানি

ঘ. কার্বন ডাই–অক্সাইড

২৭. নিচের কোন যৌগের আন্তআণবিক H বন্ধন আছে?

ক. স্যালিসাইলিক অ্যাসিড

খ. পানি

গ. ফেনল

ঘ. অ্যামোনিয়া

২৮. ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলের অণুসমূহ কেমন হয়?

ক. পোলার সমযোজী

খ. অপোলার সমযোজী

গ. ফেনল ঘ. অ্যামোনিয়া

২৯. ns1 যোজ্যতার মৌল পানিসহ বিক্রিয়ায় কোনটি উৎপাদন করে?

ক. অ্যাসিড খ. ক্ষার

গ. লবণ ঘ. ক্ষারক

৩০. নিচের কোনটি দৈত্যাকার অণু?

ক. CO2 খ. SiO2

গ. SO2 ঘ. NO2

৩১. নিচের যৌগগুলোর কোনটিতে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি?

ক. NaCl খ. CsF

গ. CaCl2 ঘ. AlCl3

৩২. নিচের কোন অক্সাইড সবচেয়ে বেশি অম্লধর্মী?

ক. SiO2 খ. P2O3

গ. SO3 ঘ. Cl2O7

৩৩. নিচের কোনটি সুপার অক্সাইড?

ক. KO2 খ. Pb3O4

গ. MnO2 ঘ. Na2O2

৩৪. PCl5 অণুর গঠন কী রূপ?

ক. ত্রিকোণাকার দ্বি–পিরামিডীয়

খ. অষ্টতলকীয়

গ. সমতলীয় ত্রিকোণাকার

ঘ. চতুস্তলকীয়

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২৪. ঘ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ক ২৮. খ ২৯. খ ৩০. খ ৩১. ঘ ৩২. ঘ ৩৩. ক ৩৪. ক


চিন্ময় কুমার দাস, শিক্ষক
খুলনা জিলা স্কুল