ষষ্ঠ শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৩
১১. মধ্য এশিয়ার জলবায়ু কী রূপ?
ক. নিরক্ষীয় খ. ভূমধ্যসাগরীয়
গ. মৌসুমি ঘ. মরু অঞ্চলীয়
১২. কোন মহাদেশে জনসংখ্যার চাপ বেশি?
ক. এশিয়া খ. ইউরোপ
গ. আমেরিকা ঘ. অস্ট্রেলিয়া
১৩. পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি?
ক. ভারত খ. চীন
গ. জাপান ঘ. ফিলিপাইন
১৪. পৃথিবীর দ্বিতীয় প্রধান পাট উৎপাদনকারী দেশ কোনটি?
ক. নেপাল খ. ভুটান
গ. জাপান ঘ. বাংলাদেশ
১৫. চা উৎপাদনে বিশ্বে প্রথম কোন দেশ?
ক. ভারত খ. চীন
গ. শ্রীলঙ্কা ঘ. বাংলাদেশ
১৬. বিশ্বের দ্বিতীয় প্রধান চা উৎপাদনকারী দেশ কোনটি?
ক. ভারত খ. শ্রীলঙ্কা
গ. চীন ঘ. বাংলাদেশ
১৭. জাপান পৃথিবীর কততম শিল্পসমৃদ্ধ দেশ?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
১৮. মহাসাগর বলতে কী বোঝায়?
ক. বারিমণ্ডলের বিস্তীর্ণ লবণাক্ত জলরাশি
খ. স্বল্প আয়তনবিশিষ্ট জলরাশি
গ. সব মহাসাগরীয় পানির আন্তঃসংযোগ ব্যবস্থা
ঘ. ভূখণ্ড দ্বারা বেষ্টিত বিস্তীর্ণ জলরাশি
১৯. মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তনবিশিষ্ট জলরাশিকে কী বলে?
ক. সাগর খ. উপসাগর
গ. হ্রদ ঘ. নদী
২০. পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ পানি?
ক. ৭১ খ. ৭২
গ. ৭৪ ঘ. ৭৬
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১১.গ ১২.ক ১৩.খ ১৪.ঘ ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.ক ২০.ক
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)