ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | জন্মভূমি : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

জন্মভূমি

১১. কিসে কবির কিছু আসে যায় না?

ক. পুরস্কার পেলেন কি না

খ. অন্ন-বস্ত্রের ব্যবস্থা হলো কি না

গ. মানুষের ভালোবাসা পেলেন কি না

ঘ. জন্মভূমিতে ধনসম্পদ আছে কি না

১২. কেন নিজ মাতৃভূমিকে পৃথিবীর সকল দেশের সেরা বলে মনে হয়?

ক. ধনসম্পদের প্রাচুর্য আছে বলে

খ. মাতৃভূমির প্রকৃতি অনেক সুন্দর বলে

গ. মাতৃভূমির স্নেহছায়ায় লালিত-পালিত হই বলে

ঘ. মাতৃভূমির কাছে আমরা ঋণী বলে

১৩. কবির চোখ জুড়ানোর কারণ কী?

ক. পালতোলা নৌকা দেখে

খ. উড়ে যাওয়া বকের সারি দেখে

গ. জন্মভূমির সূর্যের আলো দেখে

ঘ. গ্রামের সৌন্দর্য দেখে

১৪. ‘ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে’—

ক. এ দেশেই তিনি চিরনিদ্রায় শায়িত হতে চান

খ. এ দেশেই তিনি নিশ্চিন্তে ঘুমাতে চান

গ. এ দেশেই তিনি পরম সুখে বাস করতে চান

ঘ. এ দেশকেই তিনি ভালোবাসতে চান

১৫. ‘জন্মভূমি’ কবিতায় প্রকাশ কবির —

i. দেশপ্রেম

ii. নিসর্গপ্রীতি

iii. অন্তিম ইচ্ছা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. কাকে ভালোবেসে কবি তাঁর জীবন সার্থক হয়েছে বলে মনে করেন?

ক. আপন পরিবেশকে

খ. বহুমুখী বৈচিত্র্যকে

গ. প্রকৃতিকে

ঘ. জন্মভূমিকে

১৭. কিসের প্রতি কবির লোভ নেই?

ক. জন্মভূমির ভালোবাসার প্রতি

খ. জন্মভূমির ধনরত্নের প্রতি

গ. জন্মভূমির যশ ও খ্যাতির প্রতি

ঘ. জন্মভূমির প্রকৃতির প্রতি

১৮. কবির সৌন্দর্যবোধ প্রকাশ পেয়েছে নিচের কোন পঙ্ক্তিতে?

ক. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে

খ. শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে

গ. কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে

ঘ. জানি নে তোর ধন রতন আছে কি না রানির মতন

১৯. ‘রক্তকরবী’ কোন জাতীয় রচনা?

ক. উপন্যাস খ. নাটক

গ. কাব্য ঘ. প্রবন্ধ

২০. জন্মভূমিকে ভালোবাসতে পেরে কবি কী অনুভব করেন?

ক. জীবনের সার্থকতা

খ. আনন্দ

গ. বেদনা

ঘ. হতাশা

সঠিক উত্তর

জন্মভূমি: ১১.ঘ ১২.গ ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.ক

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি-প্রশ্ন (১-১০)