ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | মানুষ জাতি : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

মানুষ জাতি

১১. ‘বাঁচিবার তরে সমান যুঝি’—এখানে যুঝি মানে কী?

ক. সবাই মিলে খ. জানতে পারি

গ. বুঝতে পারি ঘ. যুদ্ধ করি

১২. ‘মানুষ জাতি’ কবিতায় কবি কোন যুদ্ধের কথা বলেছেন?

ক. ধর্ম নিয়ে যুদ্ধ

খ. জীবনযুদ্ধ

গ. ভাইয়ে ভাইয়ে যুদ্ধ

ঘ. মুক্তিযুদ্ধ

১৩. ‘মানুষ জাতি’ কবিতায় আমরা কখন জলে ডুবি?

ক. যখন কেউ বিপদে ঠেলে দেয়

খ. জীবনসংগ্রামে যখন পরাজিত হই

গ. যখন গোসল করি

ঘ. যখন পানিতে পড়ে যাই

১৪. ‘মানুষ জাতি’ কবিতায় আমরা কখন বাঁচি?

ক. যখন দোসর খঁুজে পাই

খ. যখন রোগমুক্ত হই

গ. যখন সংকটমুক্ত হই

ঘ. যখন ঠিকমতো খেতে পাই

১৫. ‘মানুষ জাতি’ কবিতায় ‘কৃত্রিম ভেদ’ কিসের?

ক. নারী-পুরুষের খ. পিতা-পুত্রের

গ. শিক্ষক-ছাত্রের ঘ. ধর্ম-বর্ণের

১৬. রাগে–অনুরাগে কে প্রকট হয়?

ক. বর্ণের লোক খ. ধর্মের লোক

গ. আসল মানুষ ঘ. কৃত্রিম মানুষ

১৭. ‘মানুষ জাতি’ কবিতায় বর্ণে বর্ণে কী নেই?

ক. সাদৃশ্য নেই খ. আনন্দ নেই

গ. সমতা নেই ঘ. ভেদাভেদ নেই

১৮. ‘মানুষ জাতি’ কবিতায় ‘নিখিল জগৎ’ কেমন?

ক. ব্রহ্মময় খ. কর্মময়

গ. স্বপ্নময় ঘ. বিশাল

১৯. ‘মানুষ জাতি’ কবিতায় ‘বাহিরে ছোপ’ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. বাইরের জগৎ খ. পোশাক–পরিচ্ছদ

গ. বর্ণ ঘ. ধর্ম

২০. ‘মানুষ জাতি’ কবিতায় ‘বাহিরের ছোপ’ কীভাবে লোপ পায়?

ক. ভেতরের রং প্রকাশিত হলে

খ. ভেতরের রং বিলীন হলে

গ. বাতাসের সান্নিধ্যে

ঘ. সময়ের সঙ্গে সঙ্গে

সঠিক উত্তর

মানুষ জাতি: ১১.ঘ ১২.খ ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.গ ১৭.ঘ ১৮.ক ১৯.গ ২০.ক

আমিনুল ইসলাম, শিক্ষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)