১. বাংলা কবিতার কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়?
ক. কাজী নজরুল ইসলামকে
খ. রবীন্দ্রনাথ ঠাকুরকে
গ. সত্যেন্দ্রনাথ দত্তকে
ঘ. জসীমউদ্দীনকে
২. ‘এক পৃথিবীর স্তন্যে লালিত’—এ উক্তিতে কী বোঝানো হয়েছে?
ক. একই পৃথিবীর স্নেহছায়ায় লালিত
খ. জীবন ধারণের ভিন্ন উপাদান
গ. মানুষে মানুষে মেলবন্ধন
ঘ. মানবকল্যাণে কাজ করে যাওয়া
৩. কাউকে কী হিসেবে মূল্যায়ন করলে যথাযথ সম্মান দেখানো হয়?
ক. মানুষ খ. ব্রাহ্মণ
গ. বনেদি ঘ. ঘর-বনেদি
৪. একজন দরিদ্র ও কালো মানুষকে আমরা সম্মান করব কেন?
ক. তিনি সুবিধাবঞ্চিত বলে
খ. তিনি মানুষ বলে
গ. তিনি দুঃখী বলে
ঘ. তিনি অভাবী বলে
৫. কবি মানুষকে কোথায় স্থান দিয়েছেন?
ক. সবার ওপরে
খ. প্রাণীদের ওপরে
গ. জগতের ওপরে
ঘ. ধর্ম ও বর্ণের ওপরে
৬. পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে কোনটি?
ক. বিশ্বব্রহ্মাণ্ড খ. এক একটি দেশ
গ. মহাবিশ্ব ঘ. মানুষ জাতি
৭. ‘মানুষ জাতি’ কবিতায় প্রকৃতপক্ষে কয়টি জাতির উল্লেখ আছে?
ক. এক জাতি খ. তিন জাতি
গ. পাঁচ জাতি ঘ. সাত জাতি
৮. জগৎজুড়ে যে জাতি রয়েছে, তার নাম কী?
ক. মানুষ জাতি খ. খ্রিষ্টান জাতি
গ. মুসলিম জাতি ঘ. হিন্দু জাতি
৯. ‘কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি’—‘মানুষ জাতি’ কবিতায় এ কথার অর্থ কী?
ক. ছোটদের বড় করে তুলি
খ. কচি ডাঁটাগুলো পরিপুষ্ট করে তুলি
গ. ছোটদের পরিপুষ্ট করে তুলি
ঘ. কচি ডাঁটাগুলো নরম করে তুলি
১০. ‘কচি কাঁচাগুলি’ ডাঁটো করে তুলতে হবে কেন?
ক. শিশুরাই জাতির ভবিষ্যৎ
খ. কচি ডাঁটার কদর বেশি
গ. শিশুরা আবেগপ্রবণ
ঘ. কাঁচা জিনিস সহজেই নষ্ট হয়
সঠিক উত্তর
মানুষ জাতি: ১.গ ২.ক ৩.ক ৪.খ ৫.ঘ ৬.ঘ ৭.ক ৮.ক ৯.গ ১০.ক
আমিনুল ইসলাম, শিক্ষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা