বুধবার, ২২ মার্চ ২০২৩

EN
English
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • করোনাভাইরাস
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
পড়াশোনা

ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | সততার পুরস্কার : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

লেখা:
আমিনুল ইসলাম
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ১১: ০২

সততার পুরস্কার

১. সততার পুরস্কার গল্পের লেখক কে?

ক. সৈয়দ মুজতবা আলী

খ. মুহম্মদ শহীদুল্লাহ

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. শওকত ওসমান

২. মুহম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৫৫ খ. ১৮৬৫

গ. ১৮৮৫ ঘ. ১৮৯৫

৩. মুহম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৪৯ খ. ১৯৫৪

গ. ১৯৬৯ ঘ. ১৯৭১

৪. প্রথম ইহুদি ব্যক্তির সর্বাঙ্গ কেমন ছিল?

ক. রক্তাক্ত খ. ধবল

গ. লাল ঘ. কালো

৫. তৃতীয় ইহুদি ব্যক্তিটির কী সমস্যা ছিল?

ক. মাথায় টাক খ. পঙ্গুত্ব

গ. ধবল রোগ ঘ. অন্ধত্ব

৬. ফেরেশতারা কী দিয়ে তৈরি?

ক. মাটি খ. নূর

গ. পানি ঘ. গাছ

৭. ফেরেশতাকে ইহুদিদের কাছে কে পাঠালেন?

ক. নবি খ. আল্লাহ

গ. মন্ত্রী ঘ. রাজা

৮. মানুষ কেন ফেরেশতাদের দেখতে পায় না?

ক. পানির তৈরি বলে

খ. বাতাসের তৈরি বলে

গ. নূরের তৈরি বলে

ঘ. বিদ্যুতের তৈরি বলে

৯. ফেরেশতারা কার হুকুম পালন করেন?

ক. নবির খ. মন্ত্রীর

গ. আল্লাহর ঘ. রাজার

১০. ফেরেশতা কিসের রূপ ধরে ইহুদিদের কাছে এলেন?

ক. কবুতরের খ. উটের

গ. গরুর ঘ. মানুষের

সঠিক উত্তর

সততার পুরস্কার: ১.খ ২.গ ৩.গ ৪.খ ৫.ঘ ৬.খ ৭.খ ৮.গ ৯.গ ১০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

পড়াশোনা থেকে আরও পড়ুন
  • ষষ্ঠ শ্রেণি বাংলা ১ম পত্র
  • শিক্ষা
  • ষষ্ঠ শ্রেণি
  • প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
  • পড়াশোনা
মন্তব্য করুন