ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | সুখ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

সুখ

১. কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৬৩ সালে খ. ১৮৬৪ সালে

গ. ১৮৬৫ সালে ঘ. ১৮৬৬ সালে

২. কামিনী রায় কত সালে মারা যান?

ক. ১৯২৩ সালে খ. ১৯৩৩ সালে

গ. ১৯৪৩ সালে ঘ. ১৯৫৩ সালে

৩. আমাদের সকলের কী হওয়া উচিত?

ক. স্বার্থপর খ. আত্মত্যাগী

গ. ভোগবাদী ঘ. আত্মকেন্দ্রিক

৪. কবির মতে, এ পৃথিবীতে মানুষের আগমনের হেতু কী?

ক. নিজেকে নিয়ে ব্যস্ত থাকা

খ. আত্মোন্নয়নে কাজ করা

গ. অন্যের স্বার্থসিদ্ধির ব্যবস্থা করা

ঘ. পরের কল্যাণে আত্মনিবেদন করা

৫. প্রকৃত সুখ অর্জন করা যায় —

i. অন্যকে ভালোবেসে

ii. সমাজের কল্যাণ করে

iii. সকলের সেবা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. ‘সুখ সুখ’ করে কেঁদে হৃদয় ভার বাড়বে না, যদি—

i. জীবনসংগ্রামে জয়ী হওয়া যায়

ii. পরোপকারের চেষ্টা না করে সুখ চাওয়া হয়

iii. সমাজের কল্যাণে আত্মনিবেদন করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ . i, ii ও iii

৭. ‘যুঝি’ শব্দের অর্থ কী?

ক. কষ্ট করি খ. কাজ করি

গ. অগ্রসর হই ঘ. যুদ্ধ করি

৮. সুখ লাভের জন্য নানা রকম ফন্দিফিকির করে বেড়ায় তারাই, যারা—

i. সুখ লাভের প্রকৃত উপায় জানে না

ii. আরামদায়ক জীবন যাপন করতে চায়

iii. ভোগবিলাসে মত্ত থাকতে চায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. প্রকৃতপক্ষে সুখ হচ্ছে —

i. আত্মার প্রশান্তি

ii. মনের তৃপ্তি

iii. আনন্দ-সম্ভোগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. সংসারকে ‘সমর-অঙ্গন’ বলার কারণ —

i. সংসার সংকটময়

ii. সংসার জরা–ব্যাধিতে পূর্ণ

iii. জীবন মানেই যুদ্ধক্ষেত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

সুখ: ১.খ ২.খ ৩.খ ৪.ঘ ৫.ঘ ৬.খ ৭.ঘ ৮.ঘ ৯.ক ১০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

আরও পড়ুন