ষষ্ঠ শ্রেণি - বাংলা ২য় পত্র | অনুচ্ছেদ (১)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রশ্ন: অনুচ্ছেদ কী?

উত্তর: মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরস্পর সম্বন্ধযুক্ত বাক্যের সমষ্টি হলো অনুচ্ছেদ। কোনো বিষয়ের একটি দিকের আলোচনা করা হয় এবং একটি মাত্র ভাব প্রকাশ পায় অনুচ্ছেদে।

অনুচ্ছেদ লেখা বা রচনায় কয়েকটি নিয়ম রয়েছে। যেমন:

১. একটি অনুচ্ছেদের মধ্যে একটি মাত্র ভাব প্রকাশ করতে হবে। বাইরের কোনো কথা বা তথ্য লেখা যাবে না।

২. সুশৃঙ্খলভাবে সাজানো বাক্যের মাধ্যমে বিষয় ও ভাব প্রকাশ করতে হবে।

৩. অনুচ্ছেদটি খুব বেশি বড় করা যাবে না।

৪. সাধু বা চলিত ভাষায় যেকোনো একটি রীতিতে অনুচ্ছেদটি রচনা করতে হবে।

৫. একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

৬. যে বিষয়ে অনুচ্ছেদটি রচনা করা হবে, তার গুরুত্বপূর্ণ দিকটি সহজ-সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা