ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | মিনু : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

মিনু

১. ‘বনফুল’-এর প্রকৃত নাম কী?

ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. মানিক বন্দোপাধ্যায়

২. ‘মিনুর বাবা অনেক দূরদেশে আছে’—এখানে দূরদেশে বলতে বোঝানো হয়েছে?

ক. ইউরোপ খ. অন্য দেশে

গ. পরপার ঘ. অচিনপুর

৩. মিনুর সই কে?

ক. চাঁদ খ. সূর্য

গ. গ্রহ ঘ. তারা

৪. হলদে পাখি দেখে মিনুর মনে মনে কী জাগে?

ক. পুলক খ. বেদনা

গ. ভয় ঘ. শিহরণ

৫. কে অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়?

ক. পিসিমা খ. মিনু

গ. যোগেন বসাক ঘ. টুনু

৬. মিনুর কী দরকার হয় না?

ক. সবকিছু দেখার

খ. সব কাজ করার

গ. সব কথা শোনার

ঘ. সব কথা বলার

৭. সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না এমন সব জিনিস মিনু কী দিয়ে সৃষ্টি করেছে?

ক. ছবি এঁকে

খ. ষষ্ট ইন্দ্রিয় দিয়ে

গ. বুদ্ধি দিয়ে

ঘ. অভিজ্ঞতার আলোকে

৮. মিনুর জগৎটি আসলে কেমন?

ক. সৃষ্টির খ. চোখের

গ. বাস্তব ঘ. ভাবনার

৯. বাবা কোথায় বলে মিনুর বিশ্বাস?

ক. মাসিমার বাড়িতে

খ. দূর বিদেশে

গ. শহরে

ঘ. গ্রামের বাড়িতে

১০. মিনুর নিজের ঘরটি কেমন?

ক. অনেক গোছানো

খ. মাঝারি

গ. বড়

ঘ. ছোট্ট

সঠিক উত্তর

মিনু: ১.ক ২.গ ৩.গ ৪.ঘ ৫.ক ৬.খ ৭.খ ৮.ঘ ৯.ক ১০.গ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা