ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | মিনু : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

মিনু

৫১. মিনু গল্পটিতে প্রাধান্য পেয়েছে কী?

ক. শিশুদের প্রতি মমতা

খ. বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি মমত্ব

গ. সব সৃষ্টির প্রতি মমত্ব

ঘ. অনাথদের প্রতি মমত্ব

৫২. মিনুর কাছে কোনটি তুচ্ছ নয়?

ক. পারিপার্শ্বিকতা খ. শিক্ষা

গ. সমাজ ঘ. পরিবার

৫৩. মিনু কার কাছে মানুষ হচ্ছে?

ক. দূরসম্পর্কের দিদির কাছে

খ. দূরসম্পর্কের পিসির কাছে

গ. দূরসম্পর্কের আত্মীয়ের কাছে

ঘ. নিজের মায়ের কাছে

৫৪. মিনু কখন ঘুম থেকে ওঠে?

ক. ভোর ৪টায়

খ. ভোর সাড়ে ৪টায়

গ. ভোর ৫টায়

ঘ. ভোর সাড়ে ৫টায়

৫৫. মিনুর কাছে শুকতারার আশপাশের কালো মেঘের টুকরাগুলোকে কী বলে মনে হয়?

ক. ফুল খ. পাখি

গ. তামা ঘ. কয়লা

৫৬. মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে কেন?

ক. বাবার ফিরে আসার কল্পনায়

খ. গাছে হলদে পাখি দেখে

গ. টুনুর বাবাকে দেখতে পেয়ে

ঘ. জ্বর হয়েছে বুঝতে পেরে

৫৭. মিনুর কাছে ঘুঁটে কী?

ক. রাক্ষসী খ. জ্বালানি

গ. তরকারি ঘ. সই

৫৮. মিনুকে কিসে কামড়িয়েছিল?

ক. বিড়াল খ. পিঁপড়া

গ. ভিমরুল ঘ. কুকুর

৫৯. মিনুর সৃষ্টি করা অভিনব জগতে কোন বিষয়ের মিশ্রণ ঘটেছে?

ক. প্রকৃতি ও বাস্তবতা

খ. প্রকৃতি ও কল্পনা

গ. কল্পনা ও বাস্তবতা

ঘ. মানুষ ও প্রকৃতি

৬০. মিনু ঘুঁটেকে তরকারি বলেছে কোন কারণে?

ক. উনুনের আগুন তা গ্রাস করে বলে

খ. দেখতে তরকারির মতো তাই

গ. এমনি এমনি সে নাম রেখেছে

ঘ. মিনুর ষষ্ঠ ইন্দ্রিয় আছে বলে

সঠিক উত্তর

মিনু: ৫১.খ ৫২.ক ৫৩.খ ৫৪.ক ৫৫.ঘ ৫৬.খ ৫৭.গ ৫৮.গ ৫৯.খ ৬০.ক

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)