ষষ্ঠ শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ১: বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১. ভরের একক কোনটি?

ক. কিলোমিটার খ. কিলোগ্রাম

গ. কেলভিন ঘ. ক্যান্ডেলা

২. একটি ইট যে জায়গা দখল করে, তাকে কী বলে?

ক. ক্ষেত্রফল খ. আয়তন

গ. ভর ঘ. দৈর্ঘ্য

৩. কত ঘন সেন্টিমিটারে এক লিটার?

ক. ১০ ঘন সেন্টিমিটার

খ. ১০০ ঘন সেন্টিমিটার

গ. ১০০০ ঘন সেন্টিমিটার

ঘ. ১০০০০ ঘন সেন্টিমিটার

৪. কোন যন্ত্রটি তরলের আয়তন মাপতে ব্যবহৃত হয়?

ক. চোঙ খ. মাপচোঙ

গ. স্কেল ঘ. মাপন ফিতা

৫. ১ লিটার =?

ক. ১০ সিসি খ. ১০০ সিসি

গ. ৫০০ সিসি ঘ. ১০০০ সিসি

৬. সিজিএস পদ্ধতিতে ভরের একক কী?

ক. গ্রাম খ. কিলোগ্রাম

গ. টন ঘ. কেজি

৭. ১ কুইন্টাল =?

ক. ১০০ গ্রাম খ. ১০ কিলোগ্রাম

গ. ৫০ কিলোগ্রাম ঘ. ১০০ কিলোগ্রাম

৮. সূর্যঘড়ির প্রধান উপকরণ কী?

ক. সূর্য খ. চাঁদ

গ. পানি ঘ. বায়ু

৯. পয়সার পুরুত্বের একক কী?

ক. মিটার খ. সেন্টিমিটার

গ. মিলিমিটার ঘ. ঘনমিটার

১০. আলোক ঔজ্জ্বল্যের একক কোনটি?

ক. মোল খ. ফ্লাক্স

গ. ক্যান্ডেলা ঘ. অ্যাম্পিয়ার

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.খ ২.খ ৩.গ ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ঘ ৮.ক ৯.গ ১০.গ

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা