ষষ্ঠ শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৭

১. অবস্থাভেদে পদার্থ কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

২. কোন পদার্থের আকার ও আয়তন পরিবর্তন করা কষ্টসাধ্য?

ক. কঠিন খ. তরল

গ. বায়বীয় ঘ. মিশ্র

৩. কোন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে?

ক. কঠিন খ. তরল

গ. বায়বীয় ঘ. মিশ্র

৪. কোন পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে?

ক. কঠিন খ. তরল

গ. বায়বীয় ঘ. মিশ্র

৫. কোন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই?

ক. কঠিন খ. তরল

গ. বায়বীয় ঘ. মিশ্র

৬. কোনটির নির্দিষ্ট আকার ও আয়তন আছে?

ক. বরফ খ. পানি

গ. জলীয়বাষ্প ঘ. মিশ্র

৭. নিচের কোন পদার্থগুলো যথাক্রমে কঠিন ও গ্যাসীয় অবস্থার উদাহরণ?

ক. বরফ ও পানি

খ. তেল ও মার্বেল

গ. বরফ ও অক্সিজেন

ঘ. অক্সিজেন ও পানি

৮. নিচের কোন পদার্থের পাত্রভেদে আকার পরিবর্তন হলেও আয়তন একই থাকে?

ক. বায়বীয় খ. তরল

গ. কঠিন ঘ. মিশ্র

৯. পাথর একটি বস্তু, যার —

i. আকার আছে

ii. দৃঢ়তা বেশি

iii. দৃঢ়তা কম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. কঠিন পদার্থের —

i. দৃঢ়তা নেই

ii. আকার আছে

iii. আয়তন আছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৭: ১.খ ২.ক ৩.ক ৪.খ ৫.গ ৬.ক ৭.গ ৮.খ ৯.ক ১০.গ

কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা