ষষ্ঠ শ্রেণি - বাংলা ২য় পত্র | ধ্বনিতত্ত্ব : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

ধ্বনিতত্ত্ব

২১. যেসব স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে, সেগুলোকে কী বলে?

ক. গোলাকৃত স্বরধ্বনি

খ. অগোলাকৃত স্বরধ্বনি

গ. সংবৃত স্বরধ্বনি

ঘ. বিবৃত স্বরধ্বনি

২২. অগোলাকৃত স্বরধ্বনি কোনটি?

ক. অ খ. আ

গ. এ ঘ. ও

২৩. বাংলার সব স্বর —

i. হ্রস্ব

ii. দীর্ঘ

iii. কোনোটিই নয়

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

২৪. তালুর পেছনের অংশকে বলে—

i. শক্ত তালু

ii. কোমল তালু

iii. কোনোটিই নয়

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

২৫. একই সঙ্গে মুখ ও নাকদিয়ে বাতাস বের হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কী বলে?

ক. উচ্চমধ্য স্বরধ্বনি

খ. অনুনাসিক স্বরধ্বনি

গ. মৌখিক স্বরধ্বনি

ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি

২৬. কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয়, তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায়?

ক. খ্ খ. ল্

গ. ট্ ঘ. হ্

২৭. ব্যঞ্জনধ্বনি উচ্চারণে যে বিষয়ের ওপর বিশেষভাবে খেয়াল করতে হবে তা হলো—

i. উচ্চারণস্থান

ii. উচ্চারণরীতি

iii. কোনোটি নয়

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

২৮. উচ্চারণস্থান অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনিগুলোকে যে ধ্বনি হিসেবে দেখানো হয় তা হলো—

i. দ্বি-ওষ্ঠ, দন্ত

ii. দন্তমূলীয়, প্রতিবেষ্টিত, তালব্য-দন্তমূলীয়

iii. তালব্য, জিহ্বামূলীয়, কণ্ঠনালীয়

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

২৯. ওপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?

ক. দন্তমূলীয় ধ্বনি

খ. দন্তধ্বনি

গ. দ্বি-ওষ্ঠধ্বনি

ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি

৩০. জিভের সামনের অংশ ওপরের পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?

ক. দন্তমূলীয় ধ্বনি

খ. দন্তধ্বনি

গ. দ্বি-ওষ্ঠধ্বনি

ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি

সঠিক উত্তর

ধ্বনিতত্ত্ব: ২১.খ ২২.গ ২৩.ক ২৪.খ ২৫.খ ২৬.খ ২৭.গ ২৮.ঘ ২৯.গ ৩০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)