ষষ্ঠ শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১১. ভ্রূণমূল হতে নিচের কোনটি উৎপন্ন হয়?

ক. পাতা খ. কাণ্ড

গ. মূল ঘ. ফুল

১২. সাধারণত উদ্ভিদের নিম্নগামী অংশ কোনটি?

ক. পাতা খ. কাণ্ড

গ. ফল ঘ. মূল

১৩. নিচের কোনটির কাণ্ড মাটির নিচে জন্মায়?

ক. কলা খ. মুলা

গ. আদা ঘ. মরিচ

১৪. বিটপ হলো —

i. পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশ

ii. মাটির ওপরের অংশের সমষ্টিগত নাম

iii. কাণ্ড, পাতা, ফুল ও ফলের একত্রিত নাম

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, iii ও iii

১৫. উদ্ভিদের কাণ্ড —

i. পাতা ও শাখা–প্রশাখার ভার বহন করে

ii. প্রধান মূলের সঙ্গে লাগানো মাটির ওপরের অংশ

iii. পর্ব, পর্বমধ্য ও শীর্ষ মুকুল সমন্বিত অংশ

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. মূল সাধারণত —

i. পর্ববিহীন

ii. মধ্যপর্বযুক্ত

iii. অগ্রমুকুলবিহীন

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. প্রধান মূল থেকে উৎপন্ন হয় —

i. শাখা মূল

ii. প্রশাখা মূল

iii. গুচ্ছমূল

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. মূলের শেষ প্রান্তের টুপির মতো অংশকে কী বলে?

ক. ভ্রূণমূল খ. মূলরোম

গ. মূলত্র ঘ. শাখামূল

১৯. আঘাত থেকে মূলকে রক্ষা করা কোনটির কাজ?

ক. মূলত্র খ. মূলরোম

গ. ভ্রূণমূল ঘ. শাখামূল

২০. মূলের কোন অংশ থেকে শাখা–প্রশাখার সৃষ্টি হয়?

ক. বর্ধিষ্ণু খ. মূলরোম

গ. লোমশ ঘ. স্থায়ী

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.গ ১২.ঘ ১৩.গ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.ঘ

কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) | বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) ▶