সপ্তম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
সপ্তম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসলে কী?
ক. একধরনের মাধ্যম
খ. একধরনের পত্রিকা
গ. একধরনের প্রযুক্তি
ঘ. একধরনের যোগাযোগ
২. বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম কোনটি?
ক. টেলিভিশন খ. কম্পিউটার
গ. স্মার্টফোন ঘ. রেডিও
৩. জিপিএসের পূর্ণাঙ্গ রূপ কী?
ক. গ্লোবাল প্রসেসিং সিস্টেম
খ. গ্লোবাল পজিশনিং সিস্টেম
গ. জেনারেল পজিশনিং সিস্টেম
ঘ. জেনারেল পয়েন্টিং সিস্টেম
৪. জিপিএসকে নিচের কোনটি সংকেত পাঠায়?
ক. চাঁদ খ. মঙ্গল গ্রহ
গ. কৃত্রিম উপগ্রহ ঘ. বুধ গ্রহ
৫. জিপিএসের অন্তর্গত বিষয় হলো —
i. কৃত্রিম উপগ্রহ
ii. সংকেত বিশ্লেষণ
iii. নির্দিষ্ট জায়গার ম্যাপ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কখন ব্যবহার হচ্ছে?
ক. মাঝে মাঝে খ. প্রায়ই
গ. ঘণ্টায় ঘণ্টায় ঘ. প্রতি মুহূর্তে
৭. ঘরে বসে বই কেনার অর্ডার দেওয়া যায় কিসের মাধ্যমে?
ক. স্মার্ট ফোন খ. কম্পিউটার
গ. ইন্টারনেট ঘ. ল্যান্ডফোন
৮. উইকিপিডিয়া কী?
ক. ডেটাবেইজ খ. মুক্ত বিশ্বকোষ
গ. স্মার্ট ফোন ঘ. উন্মুক্ত সফটওয়্যার
৯. কোনো ব্যক্তি ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে —
i. উইকিপিডিয়াতে ঢুকতে পারে
ii. সিনেমা ডাউনলোড করতে পারে
iii. চেকিং অ্যাকাউন্টে টাকা চেক করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভর্তি প্রক্রিয়া কার্যক্রম শুরু হয় কত সালে?
ক. ২০০৭ খ. ২০০৮
গ. ২০০৯ ঘ. ২০১০
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.গ ২.ক ৩.খ ৪.গ ৫.ঘ ৬.ঘ ৭.গ ৮.খ ৯.ঘ ১০.গ
মো. আবু সুফিয়ান, সহকারী শিক্ষক , আইডিয়াল স্কুল ও কলেজ, ঢাকা