সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | শোন একটি মুজিবরের থেকে : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

শোন একটি মুজিবরের থেকে

১. সেই সবুজের বুক চেরা পথটি কেমন?

ক. পাকা খ. মেঠো

গ. ভাঙা ঘ. গ্রাম্য

২. কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য বাংলাকে ‘সোনার খনি’ বলা হয়েছে?

ক. লড়াই-সংগ্রাম খ. শিল্প-কাব্য

গ. সংগীত ঘ. ক্রীড়াশৈলী

৩. ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় কার কণ্ঠস্বরের ধ্বনির কথা বলা হয়েছে?

ক. শেখ মুজিবুর রহমান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

ঘ. মওলানা ভাসানী

৪. ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় কজন মুজিবের কণ্ঠস্বরের ধ্বনির কথা বলা হয়েছে?

ক. কোটি মুজিবর খ. লক্ষ মুজিবর

গ. হাজার মুজিবর ঘ. শত মুজিবর

৫. ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় কাকে ফিরে পাওয়ার কথা বলা হয়েছে?

ক. হারানো বন্ধুকে খ. হারানো জননীকে

গ. হারানো পিতাকে ঘ. হারানো বাংলাকে

৬. ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় কার সোনার বাংলার কথা বলা হয়েছে?

ক. লক্ষ মুজিবরের খ. পল্লিকবির

গ. বিশ্বকবির ঘ. বিদ্রোহী কবির

৭. জীবনানন্দ দাশ বাংলাদেশকে কী বলেছেন?

ক. রূপসী বাংলা খ. জয় বাংলা

গ. সোনার বাংলা ঘ. পল্লিবাংলা

৮. ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় বাংলাদেশকে কিসের খনি বলা হয়েছে?

ক. লোহার খনি খ. সোনার খনি

গ. রুপার খনি ঘ. কয়লার খনি

৯. ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় পুব আকাশে কী উঠবে?

ক. চাঁদমণি খ. তারামণি

গ. রাতমণি ঘ. দিনমণি

১০. বাংলাদেশ কখন ব্রিটিশদের কাছে স্বাধীনতা হারায়?

ক. ১৭৫৬ সালে খ. ১৭৫৭ সালে

গ. ১৮৫৬ সালে ঘ. ১৮৫৭ সালে

সঠিক উত্তর

শোন একটি মুজিবরের থেকে: ১.খ ২.খ ৩.ক ৪.খ ৫.ঘ ৬.গ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.খ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা