সপ্তম শ্রেণি - বাংলা ব্যকরণ ও নির্মিতি | ভাষা : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

ভাষা

২১. কোন ভাষারীতি শুধু লেখায় ব্যবহৃত হয়?

ক. সাধু ভাষারীতি

খ. চলিত ভাষারীতি

গ. আঞ্চলিক ভাষারীতি

ঘ. প্রমিত ভাষারীতি

২২. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?

ক. সাধুরীতি খ. আঞ্চলিক রীতি

গ. চলিত রীতি ঘ. কথ্য রীতি

২৩. চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?

ক. সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল

খ. পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট

গ. তত্সম শব্দের আধিক্য

ঘ. গুরুগম্ভীর, দুর্বোধ্য, মন্থর

২৪. ভাষাকে কিসের বাহন বলা হয়?

ক. ভাবের খ. অন্তরের

গ. ধ্বনির ঘ. কাজের

২৫. পৃথিবীতে কত হাজারের কাছাকাছি ভাষা প্রচলিত আছে?

ক. প্রায় এক হাজার

খ. প্রায় সাড়ে তিন হাজার

গ. প্রায় সাড়ে চার হাজার

ঘ. প্রায় সাড়ে সাত হাজার

২৬. নিচের কোনটি চলিত রীতির বৈশিষ্ট্য?

ক. গুরুগম্ভীর

খ. অপরিবর্তনীয়

গ. তত্সম শব্দবহুল

ঘ. পরিবর্তনশীল

২৭. সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য কোন পদে বেশি?

ক. বিশেষ্য ও ক্রিয়া পদে

খ. বিশেষ্য ও বিশেষণ পদে’’

গ. ক্রিয়া ও সর্বনাম পদে

ঘ. বিশেষণ ও অব্যয় পদে

২৮. চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি?

ক. পদবিন্যাস সুনির্দিষ্ট

খ. ব্যাকরণের অনুসারী

গ. ভাষারীতি অপরিবর্তনীয়

ঘ. ভাষারীতি সরল ও সাবলীল

২৯. নাটকের সংলাপের উপযোগী ভাষা কোনটি?

ক. সাধু খ. আঞ্চলিক

গ. বিদেশি ঘ. চলিত

৩০. কোন ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়?

ক. সাধু রীতি খ. চলিত রীতি

গ. প্রমিত রীতি ঘ. আঞ্চলিক রীতি

সঠিক উত্তর

ভাষা: ২১.ক ২২.ক ২৩.ক ২৪.ক ২৫.খ ২৬.ঘ ২৭.গ ২৮.ঘ ২৯.ঘ ৩০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন