সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৪১. চিত্রের অঙ্গাণুটি —

i. কোষের পাওয়ার হাউস

ii. আঙুলের মতো ভাঁজ সৃষ্টিকারী অন্তঃপর্দা দ্বারা গঠিত

iii. হরমোন ক্ষরণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪২. ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতির টিস্যুকে কী বলে?

ক. স্থায়ী টিস্যু খ. আবরণী টিস্যু

গ. স্নায়ু টিস্যু ঘ. পেশি টিস্যু

৪৩. স্থায়ী টিস্যুর অবস্থান কোথায়?

ক. বর্ধনশীল অংশে খ. শুধু মূলে

গ. শুধু কাণ্ডে ঘ. উদ্ভিদের সর্বত্র

৪৪. স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য হলো —

i. কোষপ্রাচীর পুরু

ii. উদ্ভিদের প্রায় সর্বত্র দেখা যায়

iii. নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৫. ভাজক টিস্যুর কাজ —

i. নতুন কোষ সৃষ্টি করা

ii. উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটানো

iii. স্থায়ী টিস্যুর উৎপত্তি ঘটানো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৬. স্থায়ী টিস্যুর কাজ হলো —

i. খাদ্য প্রস্তুত ও পরিবহন করা

ii. টিস্যুর উৎপত্তি ঘটানো

iii. দেহের গঠন ও গাছকে দৃঢ়তা প্রদান করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৭. জিহ্বায় স্বাদ গ্রহণে সাহায্য করে কোন টিস্যু?

ক. মাসকুলার টিস্যু খ. আবরণী টিস্যু

গ. নার্ভ টিস্যু ঘ. যোজক টিস্যু

৪৮. মানবদেহে কোন পেশির সংখ্যা বেশি?

ক. ঐচ্ছিক খ. অনৈচ্ছিক

গ. কার্ডিয়াক ঘ. কঙ্কাল

৪৯. হৃদ্পেশি কোন ধরনের বিশেষ পেশি?

ক. ঐচ্ছিক পেশি খ. অনৈচ্ছিক পেশি

গ. ভাজক টিস্যু ঘ. নিয়ন্ত্রণযোগ্য পেশি

৫০. যে পেশি ইচ্ছেমতো সংকুচিত ও প্রসারিত করা যায় তাকে কী বলে?

ক. ঐচ্ছিক পেশি খ. অনৈচ্ছিক পেশি

গ. হৃদ্পেশি ঘ. পাকস্থলীর পেশি

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪১.ক ৪২.ক ৪৩.ঘ ৪৪.ক ৪৫.ঘ ৪৬.খ ৪৭.খ ৪৮.ক ৪৯.খ ৫০.ক

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)