সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
সপ্তম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১
১. পাকিস্তান গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. ধীরেন্দ্রনাথ দত্ত
ঘ. শেরেবাংলা এ কে ফজলুল হক
২. পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি কী ছিল?
ক. ভারত ও পাকিস্তানের সীমানা আলাদা
খ. হিন্দু ও মুসলিম দুই জাতি
গ. হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতির অভাব রয়েছে
ঘ. ভারত ও পাকিস্তানের সংস্কৃতি ভিন্ন ধরনের
৩. পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল কত সালে?
ক. ১৯৪৬ সালে খ. ১৯৭১ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৫৬ সালে
৪. পাকিস্তানের ঐক্যসূত্র করতে গিয়ে কোন ভাষাকে প্রাধান্য দেওয়া হয়?
ক. বাংলা খ. উর্দু
গ. ফারসি ঘ. হিন্দি
৫. ‘আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’—কে বলেছিলেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ধীরেন্দ্রনাথ দত্ত
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৬. ‘পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু’—ঘোষণাটি কে দেন?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. লিয়াকত আলী খান
গ. আইয়ুব খান
ঘ. এ কে ফজলুল হক
৭. ১৯৪৮ সালের কোন মাসে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষার ঘোষণা দেন?
ক. ফেব্রুয়ারি খ. ডিসেম্বর
গ. মার্চ ঘ. জানুয়ারি
৮. ১৯৭১ সালের কত তারিখে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে?
ক. ২৫ মার্চ রাতে খ. ১৬ ডিসেম্বর
গ. ৭ মার্চ ঘ. ২৫ মার্চ দিনে
৯. ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের সময় পাকিস্তানের মোট জনসংখ্যার মধ্যে বাঙালি জনসংখ্যা কত ছিল?
ক. ৩ লাখ
খ. ৪ কোটি ৪০ লাখ
গ. ৪ কোটি ৫০ লাখ
ঘ. ৫ কোটি
১০. ভাষা আন্দোলনের কারণ কী ছিল?
ক. উর্দুকে রাষ্ট্রভাষা করা
খ. বাংলাকে রাষ্ট্রভাষা করা
গ. ইংরেজিকে রাষ্ট্রভাষা করা
ঘ. বাধ্যতামূলক উর্দুর ব্যবহার
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.গ ২.খ ৩.গ ৪.খ ৫.গ ৬.ক ৭.গ ৮.ক ৯.খ ১০.খ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা