সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৩১. কুটিরশিল্প জাতীয় অর্থনীতিতে মূল্যবান কেন?

ক. বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য

খ. বাণিজ্যিক প্রসারের জন্য

গ. মানুষের কর্মসংস্থান ও স্বনির্ভরতার জন্য

ঘ. বৈদেশিক সম্পর্ক স্থাপনের জন্য

৩২. মুন্নি বেতের পাখা বানিয়ে বিক্রি করেন। এটা কোন ধরনের শিল্প?

ক. বৃহৎ শিল্প খ. মাঝারি শিল্প

গ. ক্ষুদ্র শিল্প ঘ. কুটিরশিল্প

৩৩. নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে কোন শিল্প?

ক. পোশাকশিল্প খ. পাটশিল্প

গ. কুটিরশিল্প ঘ. ক্ষুদ্রশিল্প

৩৪. প্রক্রিয়াজাতকরণ কী?

ক. উৎপাদন রূপান্তর ব্যবসা

খ. উৎপাদন সংরক্ষণব্যবস্থা

গ. রূপান্তর ও সংরক্ষণব্যবস্থা

ঘ. সংরক্ষণ ও স্থানান্তর

৩৫. বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে আগ্রহী হন কেন?

ক. কম মজুরিতে দক্ষ ও অদক্ষ শ্রমিক পাওয়ার জন্য

খ. আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য

গ. বেশি মজুরিতে শ্রমিক পাওয়ার জন্য

ঘ. পর্যাপ্ত তথ্য ও প্রযুক্তি সরবরাহের জন্য

৩৬. বাংলাদেশে উৎপাদিত কোন জিনিস আজ বিশ্বের বাজারে সমাদৃত?

ক. চা খ. চিংড়ি

গ. তৈরি পোশাক ঘ. পাট

৩৭. বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে সরকার বাংলাদেশে কী প্রতিষ্ঠা করেছে?

ক. শিল্প এলাকা

খ. রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা

গ. গার্মেন্টস এলাকা

ঘ. আমদানি প্রক্রিয়াকরণ এলাকা

৩৮. শিল্পসমৃদ্ধ মধ্য আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠেছে কোন দেশের?

ক. বাংলাদেশের খ. ভারতের

গ. পাকিস্তানের ঘ. যুক্তরাষ্ট্রের

৩৯. শিল্পপ্রতিষ্ঠানকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৪০. দেড় কোটি টাকার অধিক মূলধনবিশিষ্ট শিল্পকে কী বলা হয়?

ক. বৃহৎ শিল্প খ. মাঝারি শিল্প

গ. ক্ষুদ্র শিল্প ঘ. কুটিরশিল্প

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১.গ ৩২.ঘ ৩৩.ক ৩৪.গ ৩৫.ক ৩৬.গ ৩৭.খ ৩৮.ক ৩৯.গ ৪০.খ

মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)