অধ্যায় ৩
২১. শ্বাসমূলের বৈশিষ্ট্য হলো —
i. সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটির উদ্ভিদে দেখা যায়
ii. ছোট ছোট ছিদ্র থাকে
iii. প্রজননে অংশগ্রহণ করে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. স্তম্ভমূল —
i. কাণ্ড বা শাখা হতে সৃষ্ট অস্থানিক মূল
ii. উদ্ভিদকে ওপরে উঠতে সাহায্য করে
iii. মোটা হয়ে অনেকটা স্তম্ভের আকার ধারণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. জননমূল দেখা যায় —
i. গরানে
ii. পটোলে
iii. কাকরোলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. টিউবার তৈরির কারণ কোনটি?
ক. খাদ্য সঞ্চয়
খ. প্রজননে অংশগ্রহণ
গ. প্রতিকূল পরিবেশে টিকে থাকা
ঘ. অক্সিজেন গ্রহণ
২৫. ওলকচুর কাণ্ড কী জাতীয়?
ক. টিউবার খ. রাইজোম
গ. গুঁড়িকন্দ ঘ. কন্দ
২৬. বায়বীয় রূপান্তরিত কাণ্ড কত প্রকারের হতে পারে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ.পাঁচ
২৭. শল্কপত্র রসাল হয় কোনটিতে?
ক. পেঁয়াজ খ. আদা
গ. হলুদ ঘ. গোল আলু
২৮. কন্দ কী?
ক. ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড
খ. অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড
গ. বায়বীয় রূপান্তরিত কাণ্ড
ঘ. রূপান্তরিত মূল
২৯. ধাবক দেখা যায় নিচের কোন উদ্ভিদে?
ক. দুর্বা ঘাস খ. কচুরিপানা
গ. বাঁশ ঘ. চন্দ্রমল্লিকা
৩০. নিচের কোন উদ্ভিদটির কাণ্ড ফাইলোক্ল্যাড?
ক. ফণিমনসা খ. বেল
গ. মেহেদি ঘ. ময়নাকাঁটা
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২১.ক ২২.খ ২৩.গ ২৪.ক ২৫.গ ২৬.গ ২৭.ক ২৮.ক ২৯.ক ৩০.ক
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)