অধ্যায় ৪
১১. অক্সিজেন খাদ্যের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করে?
ক. রক্তকণিকা খ. শক্তি
গ. হিমোগ্লোবিন ঘ. লসিকা
১২. ফুসফুস আয়তনে ছোট হয় কোন পর্যায়ে?
ক. বহিঃশ্বসন খ. প্রশ্বাস
গ. অন্তঃশ্বসন ঘ. নিশ্বাস
১৩. জীবকোষের কোথায় স্টার্চ, শর্করা, প্রোটিন ও ফ্যাট সঞ্চিত থাকে?
ক. প্রোটোপ্লাজম খ. সাইটোপ্লাজম
গ. এন্ডোপ্লাজম ঘ. এক্টোপ্লাজম
১৪. জীবদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য কোনটি প্রয়োজন?
ক. কার্বন ডাই–অক্সাইড খ. হাইড্রোজেন
গ. শক্তি ঘ. নাইট্রোজেন
১৫. কোনটি জীবকোষের সকল জৈব ক্রিয়ার জন্য অপরিহার্য?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাই–অক্সাইড
১৬. খাদ্যের স্থিতিশক্তি কিসের দ্বারা তাপশক্তিতে রূপান্তরিত হয়?
ক. কার্বন মনোক্সাইড খ. কার্বন ডাই–অক্সাইড
গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন
১৭. শ্বসন কোন ধরনের প্রক্রিয়া?
ক. অন্তঃকোষীয় বিপাক
খ. আন্তঃকোষীয় বিপাক
গ. অন্তঃকোষীয় রেচন
ঘ. আন্তঃকোষীয় রেচন
১৮. শ্বসনের উদ্দেশ্য কী?
ক. খাদ্য হজম করা
খ. শক্তি উৎপাদন করা
গ. রক্ত জমাট বাঁধানো
ঘ. শ্রবণে সাহায্য করা
১৯. নিচের কোন প্রক্রিয়ায় দহন ঘটে?
ক. ব্যাপন খ. শ্বসন
গ. রেচন ঘ. সালোকসংশ্লেষণ
২০. কোন প্রক্রিয়ায় জীবদেহে গ্লুকোজ জারিত হয়?
ক. রেচন খ. শ্বসন
গ. আত্তীকরণ ঘ. বিপাক
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.গ ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.খ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা