অধ্যায় ৪
৪১. স্বরযন্ত্র কোথায় অবস্থিত?
ক. গলবিল ও শ্বাসনালির সংযোগস্থলে
খ. অন্ননালি ও শ্বাসনালির সংযোগস্থলে
গ. গলবিল ও খাদ্যনালির মাঝে
ঘ. পাকস্থলী ও গলবিলের মাঝে
৪২. মানুষের শ্বসনতন্ত্রের কোন পথে শ্বাসনালিতে বাতাস প্রবেশ করে?
ক. অন্ননালি খ. গলবিল
গ. ব্রঙ্কাস ঘ. ক্লোম শাখা
৪৩. প্লুরা কোথায় অবস্থিত?
ক. ট্রাকিয়ায় খ. ফুসফুসে
গ. হৃৎপিণ্ডে ঘ. স্বরযন্ত্রে
৪৪. মধ্যচ্ছদা কী কাজ করে?
ক. রক্ত চলাচল নিয়ন্ত্রণ
খ. প্রশ্বাস ও নিশ্বাস নিয়ন্ত্রণ
গ. শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ
ঘ. জৈবিক কাজ নিয়ন্ত্রণ
৪৫. মানবদেহের ফুসফুস দুটি—
i. হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত
ii. আকারে সমান
iii. স্পঞ্জের মতো নরম ও কোমল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. জীবের প্রতিটি সজীব কোষে শ্বসনকার্য ঘটে—
i. দিনের বেলায়
ii. রাতের বেলায়
iii. দিন–রাত্রি সব সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. ফুসফুসের আবরণের নাম কী?
ক. পেরিকার্ডিয়াম খ. এপিথেলিয়াল
গ. প্লুরা ঘ. পেরিটোনিয়াম
৪৮. নাসাপথের কোন অংশ নাসা গলবিল?
ক. প্রথম খ. মাঝ
গ. শেষ ঘ. সম্মুখ
৪৯. শ্বসন প্রক্রিয়া চলাচলে প্রাণী পরিবেশে কোন উপাদানটি ত্যাগ করে?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই–অক্সাইড
৫০. পানিতে নিমজ্জিত উদ্ভিদ কোনটির মাধ্যমে অক্সিজেন শোষণ করে?
ক. লেন্টিসেল খ. কাণ্ড
গ. সমগ্র দেহতল ঘ. পাতার মাধ্যমে
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৪১.ক ৪২.খ ৪৩.খ ৪৪.খ ৪৫.ঘ ৪৬.ঘ ৪৭.গ ৪৮.গ ৪৯.ঘ ৫০.গ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা