সমাজকর্ম ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১. সমাজকর্ম পেশা মূলত কী কেন্দ্রিক?

ক. সেবাকেন্দ্রিক

খ. সমষ্টিকেন্দ্রিক

গ. সমস্যা সমাধানকেন্দ্রিক

ঘ. দলকেন্দ্রিক

২. কোনটি সমাজকর্মের প্রধান লক্ষ্য?

ক. সামগ্রিক কল্যাণ

খ. মানবসম্পদ উন্নয়ন

গ. সম্পদ সরবরাহকরণ

ঘ. সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা

৩. সমাজকর্ম কোন ধরনের পেশা?

ক. সাহায্যকারী খ. আবশ্যিক

গ. ঐচ্ছিক ঘ. উপযোগী

৪. ‘সমাজকর্ম একটি বহুমুখী পেশা’—কার উক্তি?

ক. সমাজকর্ম অভিধান

খ. আরমান্ডো মোরেলস

গ. ফ্রিডল্যান্ডার

ঘ. স্কিডমোর

৫. সমাজকর্মের পরিধি বলতে মূলত কী বোঝায়?

ক. এর প্রয়োজনীয়তাকে

খ. এর প্রয়োগ উপযোগিতাকে

গ. এর তাত্ত্বিক জ্ঞানকে

ঘ. এর পদ্ধতিগুলোকে

৬. সমাজকর্ম কোন ধরনের পদ্ধতিনির্ভর পেশা?

ক. তাত্ত্বিক পদ্ধতিনির্ভর

খ. দার্শনিক পদ্ধতিনির্ভর

গ. বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর

ঘ. অর্থনৈতিক পদ্ধতিনির্ভর

৭. সমাজের প্রতিটি স্তরে কী বিদ্যমান রয়েছে?

ক. সমস্যা খ. প্রচেষ্টা

গ. সম্পদ ঘ. জ্ঞান

৮. সমাজকর্মের অনুশীলন কেমন হয়?

ক. একমুখী

খ. বাস্তবতাবর্জিত

গ. কঠিন

ঘ. দ্বিমুখীও অংশগ্রহণমূলক

৯. ‘সক্ষমকারী পেশা’ বলতে কী বোঝায়?

ক. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য দেওয়া

খ. সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা

গ. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্য স্বাবলম্বী করে গড়ে তোলা

ঘ. সমাজকর্মী নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা

১০. সমাজকর্মকে বলা হয়—

i. কলা ii. পেশা

iii. বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১. সমাজকর্মীর কার্যক্রমের মাধ্যমে প্রতিফলিত কী হয়?

ক. বুদ্ধিমত্তা খ. পেশাগত দক্ষতা

গ. আচরণ ঘ. জ্ঞান

সঠিক উত্তর

অধ্যায় ১: ১. গ ২. ক ৩. ক ৪. গ ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. গ