অধ্যায় ৪
১৩. সরাইখানা কোন যুগের সৃষ্টি?
ক. প্রাচীন যুগের খ. মধ্য যুগের
গ. আদিম যুগের ঘ. আধুনিক যুগের
১৪. সনাতন সমাজকল্যাণব্যবস্থার মূল চালিকাশক্তি কোনটি?
ক. ধর্ম ও নৈতিক শিক্ষা
খ. ধর্ম ও মানবতাবোধ
গ. পরোপকারিতা ও সহযোগিতা
ঘ. শান্তি ও জনকল্যাণমুখিতা
১৫. ওয়াকফ বলতে বোঝায়—
i. ধর্মীয় কাজে দান
ii. জনহিতকর কাজে দান
iii. প্রতিবেশীদের মাঝে দান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. সামাজিক উন্নয়ন একটি—
ক. বিমূর্ত বিষয় খ. গতিশীল বিষয়
গ. নিয়মতান্ত্রিক বিষয়
ঘ. চলমান প্রক্রিয়া
১৭. দেবোত্তর শব্দের আভিধানিক অর্থ কী?
ক. দেবতার অনুকূলে যাওয়া
খ. মানুষের অনুকূলে যাওয়া
গ. পথিকের অনুকূলে যাওয়া
ঘ. দাসদাসীদের অনুকূলে যাওয়া
১৮. জাকাতের প্রকৃত অর্থ হলো—
i. পবিত্রকরণ ii. ধৌতকরণ
iii. বৃদ্ধিকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মালিহা বাড়িতে কোনো অতিথি এলে তাকে কিছু খেতে না দিয়ে যেতে দেন না। এটা তাদের পারিবারিক ঐতিহ্য। আত্মীয়, ফকির, মিসকিন—সবাইকে তিনি একইভাবে সমাদর করতেন।
১৯. মালিহার কাজটিকে কী বলা যায়?
ক. সদকা খ. জাকাত
গ. ওয়াকফ ঘ. দেবোত্তর
২০. এর মাধ্যেমে প্রকাশ পায়—
i. দানের ইচ্ছা ii. সামাজিক বন্ধন
iii. অহংকার বোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. জাকাতের অর্থ ব্যয়ের খাত কয়টি?
ক. ৬টি খ. ৭টি
গ. ৮টি ঘ. ৯টি
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. ক ২১.গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাহমুদ আমিন, প্রভাষক
সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ