সমাজকর্ম ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৬

১. ব্যক্তি সমাজকর্মের মূল কেন্দ্রবিন্দু কোনটি?

ক. সমস্যা

খ. স্থান

গ. ব্যক্তি

ঘ. প্রক্রিয়া

২. সমস্যা সমাধান কয়টি স্তরে বিভক্ত?

ক. দুই

খ. তিন

গ. চার

ঘ. পাঁচ

৩. একটি আদর্শ সংস্কৃতি ধারণ করাকে কী বলা হয়?

ক. উপযোজন

খ. আত্তীকরণ

গ. দলীয় প্রতিযোগিতা

ঘ. ঐকমত্য গঠন

৪. ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?

ক. চারটি

খ. পাঁচটি

গ. ছয়টি

ঘ. সাতটি

৫. সমাজকর্মের মৌলিক পদ্ধতি হলো—

i. ব্যক্তি সমাজকর্ম

ii. দল সমাজকর্ম

iii. সমষ্টি সমাজকর্ম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৬. সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রধান স্তর হচ্ছে—

i. মনো-সামাজিক তথ্য সংগ্রহ

ii. সমস্যা নির্ণয়

iii. মূল্যায়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৭. অনুন্নত ও স্থবির সমাজের
পরিকল্পিত পরিবর্তন আনয়নের
প্রক্রিয়া হলো—

ক. দল সমাজকর্ম

খ. সমষ্টি সংগঠন

গ. সমষ্টি উন্নয়ন

ঘ. সামাজিক কার্যক্রম

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১. গ ২. ঘ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মাহমুদ আমিন, প্রভাষক
সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ