অধ্যায় ১
২৭. সমাজকর্ম হলো—
i. বৈজ্ঞানিক জ্ঞান, মানবিক সম্পর্কবিষয়ক ও দক্ষতাসম্পন্ন পেশাদার সেবাকর্ম
ii. মানবীয় গুণ, নৈতিকতার বিকাশ ও আধ্যাত্মিক জীবন গঠনের পদ্ধতি
iii. ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করার সেবাকর্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের লক্ষ্যে যে ধরনের ভূমিকায় সেবা দান করে—
i. প্রতিকারমূলক
ii. প্রতিশোধমূলক
iii. উন্নয়নমূলক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. সমাজকর্মের লক্ষ্য অর্জনে NASW কর্তৃক প্রকাশিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো—
i. সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো
ii. কার্যকর ও মানবীয় সেবাব্যবস্থা
ত্বরান্বিত করা
iii. মানুষের হৃতক্ষমতা পুনরুদ্ধার করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. একজন সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—
i. সমাজকে জটিলতর অবস্থায় উন্নীত করতে
ii. সমাজ হতে নানা অবাঞ্ছিত সমস্যা দূর করতে
iii. কাঙ্ক্ষিত পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পর্যায়ে সমাজকর্মীরা সহায়তা করে থাকে—
i. নীতি প্রণয়নের ক্ষেত্র চিহ্নিত করে
ii. নীতি বাস্তবায়নের কলাকৌশল নির্ধারণে
iii. নীতি বাস্তবায়নে অর্থ সংস্থানে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে—
i. সমস্যার উৎস নির্ণয় করা হয়
ii. সমস্যার কারণ চিহ্নিত করা হয়
iii. সমস্যার প্রকৃতি ও প্রভাব নির্ণয় করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ২৭. ক ২৮. গ ২৯. ক ৩০. গ
৩১. ক ৩২. ঘ
মাহমুদ আমিন, সাবেক প্রভাষক
যশোর ক্যান্টনমেন্ট কলেজ, যশোর