সমাজকর্ম ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

উদ্দীপকটি পড়ে ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:

সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যা, যেমন—দারিদ্র্য, নিরক্ষরতা, অজ্ঞতা, বেকারত্ব, জনসংখ্যাস্ফীতি, অপরাধ এগুলো মোকাবিলায় সমাজকর্ম প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে। পাশাপাশি পশ্চাৎপদ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য চাহিদাভিত্তিক সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে।

৪৮. অনুচ্ছেদে কোন বিষয়টি ফুটে উঠেছে?

ক. গুরুত্ব খ. বৈশিষ্ট্য

গ. পরিধি ঘ. লক্ষ্য ও উদ্দেশ্য

৪৯. সমাজকর্মের এ বিষয় সম্পর্কে সঠিক তথ্য হলো—

i. সামাজিক নীতি প্রণয়ন ও যথাযথ বাস্তবায়ন করে

ii. পেশাদার সমাজকর্মী সৃষ্টিতে সহায়তা করে

iii. সহায়ক পদ্ধতি হিসেবে সামাজিক গবেষণাকে অন্তর্ভুক্ত করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪৮. ক ৪৯.ঘ


মাহমুদ আমিন, সাবেক প্রভাষক
যশোর ক্যান্টনমেন্ট কলেজ, যশোর