হিসাববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১০

১. আর্থিক বিবরণীর ধাপ কোনটি?

ক. ক্রয়-বিক্রয় হিসাব

খ. লাভ-লোকসান হিসাব

গ. নগদ বিবরণী

ঘ. আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা

২. আর্থিক বিবরণীকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?

ক. আট ভাগে খ. সাত ভাগে

গ. পাঁচ ভাগে ঘ. তিন ভাগে

৩. শিক্ষানবিশ সেলামি কী?

ক. প্রত্যক্ষ পরিচালন আয়

খ. পরোক্ষ অপরিচালনা আয়

গ. বিলম্বিত আয়

ঘ. প্রত্যক্ষ অপরিচালন আয়

৪. নিট মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি?

ক. মোট মুনাফা যোগ অপরিচালন নিট আয়

খ. পরিচালন মুনাফা বাদ অপরিচালন আয়

গ. পরিচালন মুনাফা যোগ অপরিচালন আয়

ঘ. মোট মুনাফা যোগ পরিচালন আয় বাদ পরিচালন ব্যয়

৫. নিচের কোনটি প্রত্যক্ষ খরচ?

ক. ভাড়া খ. শুল্ক

গ. অফিস খরচ ঘ. কমিশন

৬. স্বল্পকালীন স্থায়ী এবং দ্রুত নগদ অর্থ রূপান্তরযোগ্য সম্পত্তিকে কী বলে?

ক. স্থায়ী

খ. চলতি সম্পত্তি

গ. ক্ষণস্থায়ী সম্পত্তি

ঘ. অদৃশ্য সম্পত্তি

৭. যদি বিক্রীত পণ্যের ব্যয় ১৯,২০০ টাকা এবং বিক্রয়ের ওপর মুনাফার হার ২০% হয়, তবে বিক্রয়লব্দ অর্থের পরিমাণ কত?

ক. ২৫,০০০ টাকা

খ. ২২,০০০ টাকা

গ. ২৪,০০০ টাকা

ঘ. ২৩,০০০ টাকা

৮. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের স্বীকৃত মাধ্যম কোনটি?

ক. আয়-ব্যয় হিসাব

খ. ক্রয়-বিক্রয় হিসাব

গ. লাভ-ক্ষতি হিসাব

ঘ. আর্থিক অবস্থার বিবরণী

৯. আর্থিক অবস্থার বিবরণীতে কত স্তরে তথ্য লিপিবদ্ধ করা হয়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১০. কোনটি চলতি সম্পত্তি?

ক. অর্জিত দালালি

খ. প্রদেয় দালালি

গ. দেয় ভাড়া

ঘ. অগ্রিম উপভাড়া

১১. কখন স্বত্বাধিকার বৃদ্ধি পায়?

ক. আয় বৃদ্ধি পেলে

খ. ক্ষতি হলে

গ. ব্যয় বৃদ্ধি পেলে

ঘ. দায় বৃদ্ধি পেলে

১২. অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন ধরনের হিসাব?

ক. ব্যক্তিবাচক হিসাব

খ. অব্যক্তিবাচক হিসাব

গ. নামিক হিসাব

ঘ. সম্পত্তিবাচক হিসাব

সঠিক উত্তর

অধ্যায় ১০: ১. ঘ ২. গ ৩. খ ৪. গ ৫. খ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. ক ১২. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল