অধ্যায় ২
৫৫. কিসের ওপর ভিত্তি করে আধুনিক হিসাবের শ্রেণিবিভাগ করা হয়েছে?
ক. লেনদেনের বৈশিষ্ট্যের
খ. হিসাব সমীকরণের
গ. অর্থের আদান–প্রদানের
ঘ. প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যের
৫৬. প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজের জন্য কাগজ, কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি দ্রব্যাদি ক্রয় করা হয়। তখন এসব উপকরণকে কী হিসেবে লিপিবদ্ধ করতে হয়?
ক. বিনিয়োগ হিসাব
খ. ক্রয় হিসাব
গ. মনিহারি হিসাব
ঘ. প্রাপ্য বিল হিসাব
৫৭. ফরাসি শব্দ → ইংরেজি শব্দ
Accounter→?
ছকের ‘?’ চিহ্নিত স্থানে কোন শব্দের উৎপত্তির ইঙ্গিত রয়েছে?
ক. Data খ. Account
গ. Record ঘ. Liability
৫৮. সমজাতীয় লেনদেনের বিবরণী বা তালিকাকে কী বলে?
ক. হিসাব খ. লেনদেন
গ. বিনিয়োগ ঘ. প্রদেয় বিল
৫৯. হিসাবের ‘প্রচলিত ছক’ নামে পরিচিত ছক কোনটি?
ক. T-ছক খ. আধুনিক ছক
গ. চলমান জের ছক
ঘ. নগদ ভিত্তিক ছক
৬০. সনাতন ছকের উভয় দিকে মোট কয়টি ঘর থাকে?
ক. ৪টি খ. ৬টি
গ. ৮টি ঘ. ১০টি
৬১. হিসাবের আধুনিক ছক কোনটি?
ক. T-ছক খ. প্রচলিত ছক
গ. সনাতক ছক ঘ. চলমান জের ছক
৬২. সনাতক ছককে T আকৃতির ছক বলা হয় কেন?
ক. প্রতি কলামে T লেখা থাকে বলে
খ. তথ্যগুলো Trial Balance থেকে আনীত বলে
গ. দেখতে T আকৃতির মতো বলে
ঘ. প্রথম শব্দটি T দিয়ে শুরু হওয়ার কারণে
৬৩. ব্যবসায়ের আয়ের খাত কোনটি?
ক. প্রাপ্ত–বাট্টা খ. মজুরি
গ. বেতন ঘ. বিমা খরচ
৬৪. ব্যক্তিবাচক হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
৬৫. কোন লেনদেনটির মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়?
ক. ক্রয় খ. ব্যাংকে জমা
গ. বিক্রয় ঘ. প্রদত্ত মজুরি
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫৫. খ ৫৬. গ ৫৭. খ ৫৮. ক ৫৯. ক ৬০. গ ৬১. ঘ ৬২. গ ৬৩. ক ৬৪. ক ৬৫. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল