এইচএসসি ২০২৩ - সমাজবিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১. সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে?

ক. ১৭০০ সালে খ. ১৮২০ সালে

গ. ১৮৩৯ সালে ঘ. ১৯৪০ সালে

২. ‘The Republic’ গ্রন্থের রচয়িতা কে?

ক. প্লেটো খ. কার্ল মার্ক্স

গ. টমাস মুর ঘ. টেইলর

৩. ‘সমাজবিজ্ঞানের জনক’ বলা হয় কাকে?

ক. ইবনে খালদুন খ. অগাস্ট কোঁৎ

গ. ম্যাকিয়াভেলি ঘ. কার্ল মার্ক্স

৪. ‘The Prince’ গ্রন্থের লেখক কে?

ক. জন লক খ. হবস

গ. ম্যাকিয়াভেলি ঘ. রুশো

৫. কাকে ‘সমাজবিজ্ঞানের আদি জনক’ বলা হয়?

ক. ইবনে খালদুন খ. হবস

গ. ম্যাকিয়াভেলি ঘ. রুশো

৬. ‘Ancient Society’ গ্রন্থের লেখক কে?

ক. মর্গান খ. চার্লস ডারউইন

গ. টমাস মুর ঘ. টেইলর

৭. কোনটি সামাজিক নিয়ন্ত্রণের শক্তিশালী মাধ্যম?

ক. পরিবার খ. সমাজ

গ. সম্প্রদায় ঘ. রাষ্ট্র

৮. ‘Historical Human Mind’ গ্রন্থটির লেখক কে?

ক. টমাস মুর খ. কঁদরসে

গ. এমিল ডুর্খেইম ঘ. টেইলর

৯. নৃবিজ্ঞানের মূল প্রতিবাদ্য বিষয় কী?

ক. মানুষ খ. সমাজ

গ. সামাজিকীকরণ ঘ. সম্প্রদায়

১০. ‘Das Kapital’ গ্রন্থের লেখক কে?

ক. কার্ল মার্ক্স খ. হবস

গ. টমাস মুর ঘ. টেইলর

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.গ ২.ক ৩.খ ৪.গ ৫.ক ৬.ক ৭.ঘ ৮.খ ৯.ক ১০.ক

মোহাম্মদ জসিমউদ্দীন, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা