দশম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৭১. পরিবেশের ওপর কোন শক্তির প্রভাব কম–

ক. তেল খ. গ্যাস

গ. কয়লা ঘ. বায়োমাস

৭২. অনবায়নযোগ্য শক্তি হলো—

i. তেল

ii. গ্যাস

iii. জলবিদ্যুৎ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৩. অনবায়নযোগ্য শক্তি হলো—

i. কয়লা

ii. ইউরেনিয়াম

iii. বায়োফুয়েল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৪. বাংলাদেশের মাটির নিচ থেকে প্রাপ্ত গ্যাস—

i. মূলত মিথেন

ii. সরাসরি ব্যবহারের অনুপযোগী

iii. অনেক পরিষ্কার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৫. খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস—

i. উভয়ই ফসিল নামে পরিচিত

ii. উভয়ই লাখো কোটি বছর আগে গঠিত হয়েছিল

iii. উভয়ই বারবার নবায়ন করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৬. ইউরেনিয়াম–235 এ কয়টি নিউট্রন আছে?

ক. 235 খ. 92

গ. 141 ঘ. 143

৭৭. নবায়নযোগ্য শক্তি—

i. ফুরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই

ii. পৃথিবীর মানুষের ব্যবহৃত মোট শক্তির ৫%

iii. পৃথিবীর মানুষের ব্যবহৃত মোট শক্তির ২০%

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৮. জলবিদ্যুৎ—

i. পড়ন্ত জল বা স্রোত আছে এমন নদীর জলের চাপ ব্যবহার করে তৈরি করা হয়।

ii. মানুষের ব্যবহৃত নবায়নযোগ্য শক্তির বেশির ভাগ

iii. মানুষ তেমন ব্যবহার করে না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৯. বায়োমাস শক্তির উৎস—

i. সূর্য

ii. লাকড়ি

iii. খড়কুটো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮০. সৌরশক্তি—

i. পৃথিবীতে সব ধরনের শক্তির উৎস

ii. নবায়নযোগ্য শক্তির একটি বিরাট উৎস

iii. বায়োমাসের শক্তিতে রূপান্তরিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৭১.ঘ ৭২.ক ৭৩.ক ৭৪.খ ৭৫.ক ৭৬.ঘ ৭৭.ক ৭৮.ক ৭৯.গ ৮০.ঘ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা