গণিত - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

২১. প্রশ্ন: একটি ছাগলের মূল্য ৪,৫৬০ টাকা হলে ৫টি ছাগলের ক্রয়মূল্য কত?

উত্তর: ২২,৮০০ টাকা।

২২. প্রশ্ন: ভাজক ৭৮, ভাগফল ২৫ হলে ভাজ্য কত?

উত্তর: ১,৯৫০।

২৩. প্রশ্ন: একটি কারখানায় ১ সপ্তাহে ২,৫২০টি সাইকেল তৈরি হলে ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়?

উত্তর: ৭,৫৬০টি।

২৪. প্রশ্ন: তিনটি খাতার দাম ৭২ টাকা হলে ১টি খাতার দাম কত?

উত্তর: ২৪ টাকা

২৫. প্রশ্ন: ৮ কেজি চালের মূল্য ২৪০ টাকা হলে ১ কেজি চালের মূল্য কত?

উত্তর: ৩০ টাকা।

২৬. প্রশ্ন: ১ ডজন কলার দাম ৬০ টাকা, ৫ ডজন কলার দাম কত?

উত্তর: ৩০০ টাকা।

২৭. প্রশ্ন: ৮ জনে একটি কাজ করে ১৫ দিনে। ১ জনে ওই কাজটি কত দিনে করবে?

উত্তর: ১২০ দিনে

২৮. প্রশ্ন: ৫টি আমের দাম ৭৫ টাকা। ১টির দাম কত?

উত্তর: ১৫ টাকা

২৯. প্রশ্ন: ১টি খাতার দাম ১৫ টাকা, ১০টি খাতার দাম কত?

উত্তর: ১৫০ টাকা

৩০প্রশ্ন: ১০টি পেনসিলের দাম ৪০ টাকা। ৩টি পেনসিলের দাম কত?

উত্তর: ১২ টাকা

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা