সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (৩৩) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হবে, তা দেখে নাও।

ভূগোল সম্পর্কিত

প্রশ্ন: পৃথিবীর সর্ববৃহৎ পরিধির নাম কী?

উত্তর: নিরক্ষীয় রেখা

প্রশ্ন: কোন রেখা থেকে পূর্ব ও পশ্চিমের অবস্থান জানা যায়?

উত্তর: মূল মধ্যরেখা থেকে

প্রশ্ন: ‘নীহারিকা’র ইংরেজি শব্দ কী?

উত্তর: Nebulae

প্রশ্ন: ধূমকেতু কী?

উত্তর: একটি জ্যোতিষ্ক

প্রশ্ন: প্রতিদিন আমরা যে সূর্যটা দেখি সেটি মূলত কী?

উত্তর: একটি নক্ষত্র

প্রশ্ন: রাতের আকাশের রুপালি চাঁদটা আসলে কী?

উত্তর: উপগ্রহ

প্রশ্ন: নিজস্ব আলোর অধিকারী জ্যোতিষ্ককে কী বলে?

উত্তর: নক্ষত্র

প্রশ্ন: হ্যালির ধূমকেতু কত বছর পরপর দেখা যায়?

উত্তর: ৭৬ বছর পরপর

প্রশ্ন: সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক কোনটি?

উত্তর: সূর্য

প্রশ্ন: বাংলাদেশ গ্রিনিচ থেকে কোথায় অবস্থিত?

উত্তর: ৯০° পূর্বে অবস্থিত

প্রশ্ন: ১৯৬১ সালের ১২ এপ্রিল স্পুটনিকে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন কে?

উত্তর: ইউরি গ্যাগারিন

প্রশ্ন: পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে কী বলে?

উত্তর: পৃথিবীর অক্ষরেখা

প্রশ্ন: নিরক্ষরেখাকে কত ডিগ্রি রেখা কল্পনা করা হয়?

উত্তর: ০° ডিগ্রি

প্রশ্ন: বাংলাদেশের ওপর দিয়ে নিচের কোন রেখা অতিক্রম করেছে?

উত্তর: কর্কটক্রান্তি রেখা

প্রশ্ন: সূর্যের উন্নতি কোণ পরিমাপক যন্ত্রের নাম কী?

উত্তর: সেক্সট্যান্ট যন্ত্র

প্রশ্ন: ১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হয়?

উত্তর: ৪ মিনিট

প্রশ্ন: কোন রেখাটি আন্তর্জাতিক তারিখ রেখা নির্দেশ করে?

উত্তর: ১৮০° দ্রাঘিমারেখা

প্রশ্ন: আন্তর্জাতিক তারিখ রেখা কোন সাগরের ওপর দিয়ে কল্পিত হয়েছে?

উত্তর: প্রশান্ত মহাসাগর

প্রশ্ন: পৃথিবী কোন রেখার ওপর আবর্তন করে?

উত্তর: মেরুরেখা

প্রশ্ন: পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করাকে কী গতিবলে?

উত্তর: বার্ষিক গতি

প্রশ্ন: পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?

উত্তর: পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য

প্রশ্ন: সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

উত্তর: বৃহস্পতি

প্রশ্ন: কোন গ্রহের ৬৭টি উপগ্রহ আছে?

উত্তর: বৃহস্পতি

প্রশ্ন: মহাবিষুব বলা হয় কোন দিনটিকে?

উত্তর: ২১ মার্চ

প্রশ্ন: পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি?

উত্তর: ৩৬০° ডিগ্রি

প্রশ্ন: কোন রেখা থেকে পূর্ব বা পশ্চিমের অবস্থান জানা যায়?

উত্তর: মূল মধ্যরেখা

প্রশ্ন: গ্রিনিচের দ্রাঘিমা কত?

উত্তর: ০° ডিগ্রি

প্রশ্ন: ক্যাসিওপিয়া কী?

উত্তর: একটি নক্ষত্রমণ্ডলীর নাম

প্রশ্ন: কোন দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়?

উত্তর: ১৮০°

প্রশ্ন: কালপুরুষ কী?

উত্তর: একটি নক্ষত্রমণ্ডলী

প্রশ্ন: উত্তর গোলার্ধে কোন দিন ক্ষুদ্রতম রাত হয়?

উত্তর: ২১ জুন

প্রশ্ন: আহ্নিক গতি কাকে বলে?

উত্তর: পৃথিবীর দৈনিক গতিকে

প্রশ্ন: ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীত বিন্দুকে কী বলে?

উত্তর: প্রতিপাদ স্থান

প্রশ্ন: ঋতু পরিবর্তন হয় কিসের প্রভাবে?

উত্তর: বার্ষিক গতির প্রভাবে

প্রশ্ন: লঘু সপ্তর্ষি, কালপুরুষ এগুলো কী?

উত্তর: নক্ষত্রমণ্ডলী

প্রশ্ন: সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?

উত্তর: টাইটান

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক

ফেনী সরকারি কলেজ, ফেনী