নবম শ্রেণি - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

২১. একজন নাগরিকের বন্ধু ও পথপ্রদর্শক কে?

ক. সরকার খ. রাষ্ট্র

গ. রাজনৈতিক নেতা ঘ. আমলাগণ

২২. কোন প্রতিষ্ঠান নাগরিকের অধিকার প্রদান করে?

ক. পরিবার খ. জাতীয় সংসদ

গ. রাষ্ট্র ঘ. সচিবালয়

২৩. নাগরিকের রাজনৈতিক অধিকার কোনটি?

ক. জীবনধারণের অধিকার

খ. চলাফেরা করার অধিকার

গ. নির্বাচনের অধিকার

ঘ. কর্মের অধিকার

২৪. রাজনৈতিক অধিকার কোন জাতীয় অধিকার?

ক. নৈতিক খ. জাতীয়

গ. আইনগত ঘ. ব্যক্তিগত

২৫. ‘সরকারি চাকরি লাভ’—কোন ধরনের অধিকার?

ক. রাজনৈতিক খ. সামাজিক

গ. আইনগত ঘ. সাংস্কৃতিক

২৬. মানবাধিকারের বৈশিষ্ট্য কোনটি?

ক. ব্যক্তির সর্বজনীন কর্তব্য

খ. ব্যক্তির একান্ত গুণ

গ. হস্তান্তরযোগ্যতা

ঘ. মানুষের জন্মগত অধিকার

২৭. জরুরি অবস্থা জারি করলে কী হয়?

ক. মৌলিক অধিকার লোপ পায়

খ. ন্যায্য মজুরি লাভ হয়

গ. স্বাধীনভাবে চলাফেরা করা যায়

ঘ. আইন মান্য করা হয়

২৮. নাগরিক অধিকারের মাধ্যমে ব্যক্তির—

i. ব্যক্তিত্বের বিকাশ ঘটে

ii. সর্বজনীন কল্যাণ সাধিত হয়

iii. স্বজনপ্রীতি বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. তথ্য অধিকার অর্থ কী?

ক. সঠিকভাবে তথ্য উপস্থাপনের অধিকার

খ. তথ্য বিভ্রাট করার অধিকার

গ. তথ্য গোপন করার অধিকার

ঘ. কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্যপ্রাপ্তির অধিকার

৩০. তথ্য অধিকার আইনের আওতার বাইরে থাকে কোনটির প্রতিলিপি?

ক. দলিল

খ. অঙ্কিত চিত্র

গ. দাপ্তরিক নোট শিট

ঘ. আলোকচিত্র

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.খ ২২.গ ২৩.গ ২৪.গ ২৫.ক ২৬.ঘ ২৭.ক ২৮.ক ২৯.ঘ ৩০.গ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা