সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | তৃতীয় অধ্যায়: একই শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার
তৃতীয় পরিচ্ছেদ
একই শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার জেনে নাও
মুখ্য অর্থ:
একটি শব্দের বিভিন্ন অর্থ থাকতে পারে। তবে শব্দের মূল অর্থ থাকে একটি। একে বলা হয় মুখ্য অর্থ। যেমন ‘কাটা’ শব্দ দিয়ে মূলত কোনো কিছু কেটে ফেলা বোঝায়। এখানে কেটে ফেলা হলো ‘কাটা’ শব্দের মুখ্য অর্থ।
গৌণ অর্থ: মুখ্য অর্থের বাইরেও একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে। এগুলোকে বলে শব্দের গৌণ অর্থ। যেমন ‘মেঘ কেটে গেছে’ বাক্যে ‘কাটা’ শব্দের অর্থ ‘সরে যাওয়া’। আবার ‘টিকিট কাটতে হবে’ বাক্যে ‘কাটা’ শব্দের অর্থ ‘কেনা’। কাটা শব্দের এই ‘সরে যাওয়া’ ও ‘কেনা’ অর্থগুলো গৌণ অর্থ।
অর্থ বুঝে বাক্য লিখো:
নিচে মুখ্য অর্থ এবং গৌণ অর্থের প্রয়োগ দেখানো হলো।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা