সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৩ : সমাস সাধিত শব্দ

সপ্তম শ্রেণির পড়াশোনা

নিচে বাঁ কলামে কিছু শব্দ দেওয়া আছে, ডান কলামেও কিছু শব্দ দেওয়া আছে।

দুটি কলামের শব্দ মিলিয়ে নতুন শব্দ তৈরি করো।

নমুনা উত্তর:

ফুলবাগান, ফুল গাছ, ফল গাছ, গোলাপবাগান, গোলাপজল, গোলাপগাছ, জীবজগৎ, প্রাণিবিজ্ঞান, বইঘর, বই-খাতা, বই-পুস্তক, পাঠ্যপুস্তক, পাঠ্যবই, ঠেলাগাড়ি, সবজিবাগান, আলুভর্তা।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা