মডেল টেস্ট ১-এর উত্তর: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি

গতকাল যারা মডেল টেস্ট ১ দিয়েছিলেন তাদের জন্য আজকে প্রকাশ করা হলো সঠিক উত্তর। যারা এখনো মডেল টেস্টটি দেননি তারা এই উত্তরমালা না দেখে এই লিংকে গিয়ে আগে মডেল টেস্টটি দিন, তারপর এখানে দেওয়া উত্তরের সঙ্গে আপনার উত্তর মিলিয়ে নিন।

মডেল টেস্ট ২ ও ৩ প্রকাশিত হবে যথাক্রমে ২৫ ও ৩০ জানুয়ারি ২০২৪।

আরও পড়ুন

মডেল টেস্ট ১-এর উত্তর ও ব্যাখ্যা

1.(b) নিম্ন স্থির বিন্দু।

ব্যাখ্যা: যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলতে শুরু করে তাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু।

2.(c) তারের উষ্ণতা বৃদ্ধি পেলে।

ব্যাখ্যা: তারের উষ্ণতা বৃদ্ধি পেলে তারের রোধ বৃদ্ধি পায়।

3.(b) লেঞ্জ এর সূত্র।

ব্যাখ্যা: লেঞ্জ এর সূত্র দ্বারা আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যায়।

4.(b) hf/c

ব্যাখ্যা: ফোটনের কম্পাঙ্ক f হলে একটি ফোটনের ভরবেগ hf/c।

5.(a) M = fo/fe

ব্যাখ্যা: অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে নভোদুরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন M = fo/fe।

6.(a) শূন্য

ব্যাখ্যা: প্রাসের গতিপথের যেকোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ শূন্য।

7.(a) গ্রাভিটন

ব্যাখ্যা: মহাকর্ষ বল গ্রাভিটন কণার বিনিময়ের ফলে হয়।

8.(c) 90°

ব্যাখ্যা: রুপা ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শকোণ প্রায় 90।

9.(a) অবতল

ব্যাখ্যা: যদি স্পর্শ কোণ 90°-এর কম হয়, তবে তরলের পৃষ্ঠ অবতল হবে।

10.(b) 50 dB

ব্যাখ্যা: শ্রেণিকক্ষের শব্দের তীব্রতা লেভেল 50 dB.

11.(c) পিছট ত্রুটি

ব্যাখ্যা: স্ক্রু ক্ষয় হওয়ার ফলে যন্ত্রে যে ত্রুটির উদ্ভব হয়, তাকে পিছট ত্রুটি বলে।

12.(c) সলেনয়ডাল

ব্যাখ্যা: যদি ডাইভার্জেন্স শূন্য হয়, তবে ওই ভেক্টর ক্ষেত্রটি সলেনয়ডাল।

13.(a) L= Iω

ব্যাখ্যা: কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক L= Iω

14.(a) M-1L3T-2

ব্যাখ্যা: মহাকর্ষ ধ্রুবকের মাত্রা M-1L3T-2

15.(b) দর্পণের উন্মেষ 10 অপেক্ষা কম

ব্যাখ্যা: কোনো দর্পণের উন্মেষ ১০°অপেক্ষা কম হলে, ওই দর্পণকে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলে।

16.(b) ডায়োপ্টার

ব্যাখ্যা: লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার। উত্তল লেন্সের ক্ষমতা ধন রাশি এবং অবতল লেন্সের ক্ষমতা ঋণ রাশি।

17.(b) (1/60)°

ব্যাখ্যা: চোখের বিশ্লেষণী সীমা (1/60)°

18.(b) 1cal = 4.2J

19.(c) থমসন ক্রিয়া

ব্যাখ্যা: দুই প্রান্তে তাপমাত্রার পার্থক্য আছে এমন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তাপের শোষণ বা উদ্ভব হয়, এ ঘটনাকে থমসন ক্রিয়া বলে।

20.(a) জার্মেনিয়াম

ব্যাখ্যা: তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহিতা বাড়ে জার্মেনিয়ামের।

21. উত্তর: (c) Fe3+

ব্যাখ্যা: Fe3+, K3[Fe(CN)6] এবং NH4OH এর সাথে বিক্রিয়া বাদামি বর্ণ দেয়।

22. (a) 3° হ্যালোজেনো অ্যালকেনের আর্দ্র বিশ্লেষণ
ব্যাখ্যা: অ্যালকোহলের সাধারণ প্রস্তুত প্রণালি—
i) RX এর আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায়
ii) 3 হ্যালোজেনো অ্যালকেনের আর্দ্র বিশ্লেষণ
iii) হ্যালোজেনো অ্যালকেন থেকে গ্রিগনার্ড বিক্রিয়ার সাহায্যে
iv) অ্যালকিন থেকে পানি সংযোজন বিক্রিয়া
v) কার্বনাইল যৌগ থেকে বিজারণ প্রক্রিয়া
vi) এস্টার থেকে

23. (b) ল্যাক্টেজ
ব্যাখ্যা: ইস্ট হতে নিঃসৃত এনজাইমগুলো হলো: জাইমেজ, ইনভার্টেজ, মল্টেজ।

24. (d) ইনভারটেজ
ব্যাখ্যা: আলু থেকে ইথানল উৎপাদনে তিনটি এনজাইম প্রয়োজন—জাইমেজ, ডায়াস্টেজ, মল্টেজ।

25. (a) Al
ব্যাখ্যা: পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন কিছু উপাদান হলো—
O, Si, Al, Fe, Cu, Na, Mg, K ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতুটি হলো Al এবং সবচেয়ে বেশি প্রাপ্ত অধাতু হলো O.

26. (d) Flint glass
ব্যাখ্যা: চশমার কাচ তৈরিতে flint glass ব্যবহৃত হয়।

27. (d) NaCl
ব্যাখ্যা: চামড়া প্রক্রিয়াজাতকরণে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ দ্বারা কিউরিং করার মাধ্যমে কাঁচা চামড়া হতে যথাসম্ভব পানি বের করা হয়। এতে চামড়ার প্রোটিনে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না।

28. (c) Al
ব্যাখ্যা: পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ভুক্ত বিভিন্ন গ্রুপের মৌলসমূহের কিছু পর্যাবৃত্ত ধর্ম একই গ্রুপভুক্ত মৌলের চেয়ে পরবর্তী তৃতীয় পর্যায়ে ভুক্ত তাদের ডান দিকের মৌলের সাথে অর্থাৎ কোনাকুনিভাবে অবস্থিত মৌলের ধর্মের সাথে অধিকতর মিল দেখা যায়। এ দুটি পর্যায়ের মধ্যে কোনাকুনি অবস্থানের দুটি মৌলের ধর্মের সাদৃশ্যকে মৌলের কর্ণ সম্পর্ক বলে।

29. (a) Alpha
ব্যাখ্যা: p উপশক্তি স্তরের জন্যে l= 1 এবং m= (-1,0, 1) .

30. (a) AgI>AgBr>AgCl

31. (c) NO
ব্যাখ্যা: অ্যাসিডিক N2O5, N2O3, NO2, নিরপেক্ষ NO, N2O, CO, H2O

32. (c) 290°C
ব্যাখ্যা: গ্লিসারিনের গলনাঙ্ক 290°C.

33. (d) নাইট্রিক অক্সাইড
ব্যাখ্যা: নাইট্রোগ্লিসারিন প্রস্তুতিতে প্রয়োজন: বিশুদ্ধ বর্ণহীন গাঢ় HNO3, গ্লিসারিন এবং ওলিয়াম।

34.(c) ডেটল
ব্যাখ্যা: ডেটল প্রকৃতপক্ষে কোনো সুনির্দিষ্ট একক জৈব যৌগ নয়।

35. (c) উদ্বায়িতা বাড়ে
ব্যাখ্যা: পোলারায়ন বৃদ্ধির সাথে সাথে আয়নিক যৌগের উদ্বায়িতা বাড়ে বা কমে না।

36. (c) Br
ব্যাখ্যা: Br এর তড়িৎ ঋণাত্মকতা বেশি।

37. (b) Nitroglycerin
ব্যাখ্যা: ক্রনিকা হার্ট ফেইলিয়র বা প্রোস্টেট ক্যানসার নিরাময়ে adjunct therapy কাজে ব্যবহার করা হয়।

38. (b) পলিস্টাইরিন
ব্যাখ্যা: দৃঢ়, শক্ত ও অনমনীয় প্লাস্টিক হলো পলিস্টাইরিন।

39. (a) অন্তর্বর্তী ধাপ
ব্যাখ্যা: পলিমারকরণ বিক্রিয়ার প্রথম ধাপে আয়ন অথবা মুক্ত রেডিকেল যুক্ত হয়ে পলিমারকরণ রেডিকেল সৃষ্টির মাধ্যমে পলিমারকরণ বিক্রিয়া শুরু করে।

40. (a) Ionic
ব্যাখ্যা: তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 হলে সমযোজী যৌগ।
তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য .5 এর কম হলে অপোলার যৌগ।
তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য .5 এর বেশি হলে পোলার যৌগ।
তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.1 এর বেশি হলে আয়নিক যৌগ।

41. (b) -349 kjmol-1
ব্যাখ্যা: পর্যায়ে মৌলসমূহের পরমাণুর আকার বাঁ দিক থেকে ডান দিকে ছোট হতে থাকে বলে মৌলের ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়।

42. (b) 0.077 nm
ব্যাখ্যা: হীরকে দুটি কার্বন পরমাণুর মধ্যকার আন্তনিউক্লিয়ার দূরত্ব রঞ্জন রশ্মি বিবর্তন পরীক্ষা হতে 0.154 nm গণনা করা হয়। তাই carbon পরমাণুর সমযোজী ব্যাসার্ধ হবে এর অর্ধেক বা 0.077 nm.

43. (d) melting temperature
ব্যাখ্যা: গলনাঙ্ক অনিয়মিতভাবে পরিবর্তিত হয়।

44. (c) 3
ব্যাখ্যা: ফসফরাসের রূপভেদ প্রধানত তিনটি। যথা: লোহিত ফসফরাস, শ্বেত ফসফরাস, কালো ফসফরাস।

45. (b) Au
ব্যাখ্যা: ভারী ধাতু হলো Hg, Zn, Cd, Pb, Cr, As.

46. (d) আকৃতি
ব্যাখ্যা: পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না আকৃতি।

47. (b) রক্তে
ব্যাখ্যা: প্লাজমা থাকে রক্তে

48. (c) প্যারাথাইরয়েড
ব্যাখ্যা: প্যারাথাইরয়েড মানবদেহের ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে।

49. (a) টিবিয়া
ব্যাখ্যা: ম্যালিওলাস নামক গঠন টিবিয়া অস্থিতে বিদ্যমান।

50. (d) মায়োসিন
ব্যাখ্যা: কঙ্কাল পেশির প্রোটিন মায়োসিন।

51.(c) ইউরিনোড
ব্যাখ্যা: ইউরিনোড পদার্থের জন্য মূত্রের ঝাঁজালো গন্ধ হয়।

52. (a) ১
ব্যাখ্যা: আমাদের দেহে প্রতি মিনিটে ১ ঘন সে.মি. মূত্র তৈরি হয়।

53. (b) ০.৮
ব্যাখ্যা: হৃৎচক্রের স্থিতিকাল ০.৮ সেকেন্ড।

54. (c) ১০
ব্যাখ্যা: ঘাসফড়িং এর দেহের উভয় পাশে ১০ জোড়া শ্বাসরন্ধ্র থাকে।

55. (c) ফার্ন
ব্যাখ্যা: ফার্নে ফলস ইন্ডুসিয়াম দেখা যায়।

56. (a) এগামোস্পার্মি
ব্যাখ্যা: নিষেকক্রিয়া ছাড়া কর্মক্ষম বীজ উৎপাদন (ভ্রুন তৈরি) প্রক্রিয়াকে এগামোস্পার্মি বলা হয়।

57. (c) কলা
ব্যাখ্যা: সাকারের সাহায্যে: কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা, বাঁশ।

58. (a) Rhizophora
ব্যাখ্যা: Rizophora তে জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়।

59. (a) ক্রোমোপ্লাস্ট
ব্যাখ্যা: রঙিন প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়।

60. (b) গ্লুকোজ
ব্যাখ্যা: গ্লুকোজ, গ্যালাক্টোজ, গ্লিসারাল্ডিহাইড, ফ্রুক্টোজ, রাইবোজ হলো বিজারক চিনি।

61. (a) মরুজ উদ্ভিদ
ব্যাখ্যা: লুক্কায়িত পত্ররন্ধ্র থাকে মরুজ উদ্ভিদে।

62. (c) পরিচক্র
ব্যাখ্যা: পরিচক্র নাইট্রোজেন–জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করে।

63. (b) অধিগর্ভ
ব্যাখ্যা: এ ধরনের সন্নিবেশে গর্ভাশয়টি সবচেয়ে উপরে থাকে এবং এর নিচে পুংস্তবক, দলমণ্ডল ও বৃতি পর্যায়ক্রমে সন্নিবেশিত থাকে।

64. (c) শিরা হৃৎপিণ্ড
ব্যাখ্যা: রুই মাছের হৃৎপিণ্ডকে শিরা হৃৎপিণ্ড বলা হয়।

65. (c) অপথালমিক
ব্যাখ্যা: প্রথম বহির্বাহী ধমনী সিউডোব্রাঙ্কের সম্মুখে অপথালমিক ধমনি হিসেবে বিস্তৃত হয়।

66. (d) 48 ঘণ্টা
ব্যাখ্যা: রুই মাছে 48 ঘণ্টা পর ফুলকা আর্চ স্পষ্ট হয়।

67. (b) বক্ষ পাখনা
ব্যাখ্যা: রুই মাছের কানকোর পিছনের পাখনাকে বলা হয় বক্ষ পাখনা।

68. (b) ইউক্রোমাটিন
ব্যাখ্যা: ক্রোমার্টিনের ইউক্রোমাটিন অংশ কম কুণ্ডলিত থাকে।

69. (d) Rhizobium
ব্যাখ্যা: Rhizobium ব্যাকটেরিয়া সিম–জাতীয় উদ্ভিদের মূলে নোডিউল গঠন করে।

70. (d) লিপিড
ব্যাখ্যা: ল্যাকটিয়ালের মাধ্যমে শোষিত ও পরিবাহিত হয় লিপিড।

71. (c) স্পোরোফিল
ব্যাখ্যা: সোরাস উৎপন্নকারী পাতাকে স্পোরোফিল বলে।

72. (d) ইনসুলিন
ব্যাখ্যা: ইনসুলিন গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ।

73. (d) ডানা
ব্যাখ্যা: এলিট্রা ঘাসফড়িংয়ের ডানার অংশ।

74. (b) ১০০-১১০
ব্যাখ্যা: ঘাসফড়িংয়ের হৃদ্‌যন্ত্র প্রতি মিনিটে ১০০-১১০ বার স্পন্দন করে।

75. (c) ২৫ মিমি
ব্যাখ্যা: ম্যালপিজিয়ান নালিকার দৈর্ঘ্য ২৫ মিমি।

76. (a) ৪.১ মিমি
ব্যাখ্যা: রুই মাছের নিষিক্ত ডিমের ব্যাস ৪.১ মিমি।

77.(b) Eradicate

78. (d) Significant (জরুরি)

79. (b) Medieval
ব্যাখ্যা: Medieval: মধ্যযুগীয়।

80. (d) Obnoxious
ব্যাখ্যা: Obnoxious: আপত্তিকর।

81. (c) getting
ব্যাখ্যা: I was used to getting up early.

82.(c) adverb
ব্যাখ্যা: The sun went ‘down’. Here down is used as a/an: adverb

83.(a) Flatter for self motives
ব্যাখ্যা: The meaning of ‘Soft soap’ is Flatter for self motives

84.(b) to see
ব্যাখ্যা: He advised me to see the doctor.

85.(a) Pedestrian
ব্যাখ্যা: Pedestrian: পথচারী।

86.(b) had arrived
ব্যাখ্যা: I had arrived before Mr. Rahman went to my office.

87.(c) adverb
ব্যাখ্যা: Please sit ‘down’.

88. (a) Rather
ব্যাখ্যা: Would rather, prefer to, had better সবগুলোর সাথে V1 বসে।

89.(c) Segregate
ব্যাখ্যা: Segregate (আলাদা করা) amalgamate (একত্র করা)

90. (d) Garrulous (বাচাল)
ব্যাখ্যা: Garrulous (বাচাল), Eloquent (বাক্যবাগীশ)।

91.(b) চট্টগ্রাম
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম EPZ—চট্টগ্রাম।

92.(b) এবি ব্যাংক
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক তথা আরব বাংলাদেশ ব্যাংক।

93.(c) লালপুর, নাটোর
ব্যাখ্যা: বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম লালপুর, নাটোর।

94.(c) তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা: মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।

95.(b) তিনটি
ব্যাখ্যা: বাংলাদেশের শিক্ষাব্যবস্থা তিন স্তরবিশিষ্ট।

96.(a) চীন
ব্যাখ্যা: প্রথম চীনে রেশম উৎপাদিত হয়।

97.(c) ঢাকা
ব্যাখ্যা: স্পারসো বাংলাদেশের ঢাকায় অবস্থিত।

98.(c) মিরপুর
ব্যাখ্যা: ঢাকা শহরের মিরপুরে বেনারসি শাড়ি তৈরি হয়।

99.(a) মৌলভীবাজার
ব্যাখ্যা: চা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হচ্ছে মৌলভীবাজার।

100.(a) ভ্যাট
ব্যাখ্যা: বাংলাদেশ সরকারের আয়ের প্রধানতম উৎস হচ্ছে ভ্যাট।