অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১. সংস্কৃতি আসলে কী?

ক. সাহিত্য, গান ও সাংস্কৃতিক চর্চা

খ. মানুষের জীবনযাপনের ধারা

গ. বিনোদন কর্মকাণ্ড

ঘ. উন্নয়ন কর্মকাণ্ড

২. সংস্কৃতি কয় প্রকার?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

৩. ঘরবাড়ি, আসবাবপত্র, হাতিয়ার ইত্যাদি কোন ধরনের সংস্কৃতি

ক. বস্তুগত খ. অবস্তুগত

গ. সামাজিক ঘ. পারিবারিক

৪. চিন্তা-ভাবনা, জ্ঞান, দক্ষতা, ব্যবহার, সাহিত্য ও শিল্পকলা ইত্যাদি কোন ধরনের সংস্কৃতি?

ক. বস্তুগত খ. অবস্তুগত

গ. ব্যবহারিক ঘ. সামাজিক

৫. কী আবিস্কারের মধ্য দিয়ে আদিম সমাজে জীবন ও জীবিকায় প্রথম পরিবর্তন আসে?

ক. আগুন খ. হাতিয়ার

গ. সংস্কৃতি ঘ. চিন্তা–ভাবনা

৬. মানুষের চিন্তা-চেতনা, ব্যবহার্য ও ভোগের সামগ্রীতে যখন পরিবর্তন লক্ষ করা যায়, তখন তাকে কী বলে?

ক. উন্নয়ন

খ. আধুনিকীকরণ

গ. সাংস্কৃতিক উন্নয়ন

ঘ. পরিবর্তন

৭. সংস্কৃতির রূপ ভিন্ন ভিন্ন হয় কী ভেদে?

ক. সমাজ খ. অঞ্চল

গ. সময় ঘ. সমাজ ও অঞ্চল

৮. সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটোই কিসের মধ্যে সংগঠিত হয়?

ক. সময়ের মাত্রা খ. মূল্যবোধ

গ. আর্থিক সংগতি ঘ. সক্ষমতা

৯. বিশ্বায়নের ফলে এবং প্রযুক্তির উন্নতিতে সাংস্কৃতিক ব্যপ্তি কী হয়েছে?

ক. কমেছে খ. বেড়েছে

গ. একই আছে ঘ. থেমে আছে

১০. অর্থনীতিতে নারীর অংশগ্রহণের ফলে পরিবারে বৃদ্ধি পাচ্ছে—

i. নারীর ক্ষমতা

ii. নারীর সম–অধিকার

iii. নারী স্বাধীনতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.খ ২.ক ৩.ক ৪.খ ৫.খ ৬.গ ৭.ঘ ৮.ক ৯.খ ১০.ঘ

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়

আরও পড়ুন