নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ১৯ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছেদ ১৯

১. বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কী শব্দ বলে?

ক. সর্বনাম খ. বিশেষণ

গ. অনুসর্গ ঘ. ক্রিয়া

২. সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. পাঁচ খ. ছয়

গ. নয় ঘ. এগারো

৩. কর্তা নিজেই কাজটি করেছেন, তা বোঝালে কোন সর্বনাম হয়?

ক. ব্যক্তিবাচক খ. আত্মবাচক

গ. নির্দেশক ঘ. অনির্দিষ্ট

৪. সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি?

ক. অন্য খ. এ

গ. যে–সে ঘ. পরস্পর

৫. নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয়?

ক. অনির্দিষ্ট খ. আত্মবাচক

গ. অন্যবাচক ঘ. সফলবাচক

আরও পড়ুন

৬. কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে?

ক. সাপেক্ষ সর্বনাম

খ. অনির্দিষ্ট সর্বনাম

গ. আত্মবাচক সর্বনাম

ঘ. নির্দেশক সর্বনাম

৭. বাক্যের মধ্যে বিশেষ্যের অনুরূপ ভূমিকা পালন করে কোন পদ?

ক. বিশেষণ খ. ক্রিয়া–বিশেষণ

গ. সর্বনাম ঘ. ক্রিয়া

৮. সর্বনাম পদের সঙ্গে কী কী যুক্ত হয়?

ক. বিভক্তি, নির্দেশক, বচন

খ. বচন, উপসর্গ, বিভক্তি

গ. বচন, লিঙ্গ, কারক

ঘ. উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়

৯. বিশেষ্যের মতো সর্বনামের সঙ্গেও কী যুক্ত হয়?

ক. বিভক্তি ও নির্দেশক

খ. বিভক্তি ও সমাস

গ. নির্দেশক ও কারক

ঘ. কারক ও বচন

১০. নিচের কোনটি সর্বনাম শব্দের সঙ্গে যোগ হয়?

ক. কারক খ. সমাস

গ. প্রত্যয় ঘ. বচন

সঠিক উত্তর

পরিচ্ছেদ ১৯: ১.ক ২.গ ৩.খ ৪.গ ৫.গ ৬.ঘ ৭.গ ৮.ক ৯.ক ১০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

আরও পড়ুন