দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৩১. চার্লস ব্যাবেজের তৈরি করা গণনাযন্ত্রটির নাম কী?

ক. Difference Engine এবং Analytical Engine

খ. Calculator and Calculation

গ. Radio

ঘ. Micro-electronics

৩২. ‘ডিফারেন্স ইঞ্জিন’ এবং ‘অ্যানালিটিক্যাল ইঞ্জিন’—এ যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে?

ক. চৌম্বকীয় বলের মতো

খ. যান্ত্রিকভাবে গণনা করতে পারে

গ. কম্পিউটারের মতো কাজ করে

ঘ. গাড়ির ইঞ্জিনের মতো কাজ করে

৩৩. চার্লস ব্যাবেজের তৈরি করা প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়?

ক. লন্ডনের বিজ্ঞান জাদুঘরে

খ. ইতালিতে

গ. জার্মানিতে

ঘ. রাশিয়াতে

৩৪. কত সালে Difference ইঞ্জিন এবং Analytical ইঞ্জিন তৈরি করা হয়?

ক. ১৭৯১ খ. ১৮১৫

গ. ১৮৭১ ঘ. ১৯৯১

৩৫. ডিজিটাল বাংলাদেশ তৈরির চূড়ান্ত লক্ষ্য কী?

ক. সব শ্রেণির, সব ধরনের মানুষের জীবনের মান উন্নয়ন

খ. সুবিচার নিশ্চিত করা

গ. সব ক্ষেত্রে স্বচ্ছতা

ঘ. সব ক্ষেত্রে দায়বদ্ধতা

৩৬.কত সালে চার্লস ব্যাবেজের সঙ্গে অ্যাডা লাভলেসের পরিচয় হয়?

ক. ১৮১৫ খ. ১৮৩৩

গ. ১৮৪২ ঘ. ১৮৫২

৩৭. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?

ক. স্টিভ জবস

খ. চার্লস ব্যাবেজ

গ. অ্যাডা লাভলেস

ঘ. লর্ড বায়রন

৩৮. কত সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?

ক. ১৭৯১ খ. ১৮১৫

গ. ১৮৪০ ঘ. ১৮৭১

৩৯. ১৮৪২ সালে চার্লস ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তাঁর তৈরি করা ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?

ক. এমআইটিএস

খ. তুরিন বিশ্ববিদ্যালয়

গ. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

ঘ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

৪০. অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন?

ক. কম্পিউটার

খ. ইংরেজি

গ. বিজ্ঞান ও গণিত

ঘ. সাহিত্য

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.ক ৩২.খ ৩৩.ক ৩৪.ঘ ৩৫.ক ৩৬.খ ৩৭.গ ৩৮.গ ৩৯.খ ৪০.গ

কাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)