শিখন অভিজ্ঞতা ১
সেশন-৮: আমাদের বুলেটিন তৈরি
আমরা আমাদের বিদ্যালয় বুলেটিন তৈরি করার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তথ্যের যথার্থতা বিবেচনা করে সংবাদের বৈশিষ্ট্য ও কাঠামো বিবেচনা করে নিবন্ধ লেখার কাজ নিশ্চয়ই অনেক দূর এগিয়েছে। আজ আমরা নিজেদের বিদ্যালয় বুলেটিন প্ল্যাটফর্মটি তৈরি করব। আগামী সেশনে আমাদের লেখাগুলো আপলোড বা যুক্ত করব। আমরা একই সঙ্গে নিজেদের একটি অনলাইন পোর্টফোলিও তৈরি করতে পারি। আমরা সারা বছর ডিজিটাল প্রযুক্তি ছাড়াও অন্যান্য বিষয়ের যে প্রজেক্টগুলো করব, সব কটি নিজেদের পোর্টফোলিওতে আপলোড দিতে পারব। আমরা বিদ্যালয় পর্যায় শেষ করে যখন কলেজ, বিশ্ববিদ্যালয় বা পেশায় যুক্ত হতে যাব, তখন যে কেউ আমার পোর্টফোলিও দেখে আমার দক্ষতাগুলো যাচাই করতে পারবে।
নিজস্ব ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করার জন্য বিনা মূল্যে অনেক সেবা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—
১। Wordpress.com, ২। Carbonmade, ৩। Google Sites,
৪। Wix.com, ৫। Behance
আমরা বহুল পরিচিত গুগল সাইট (Google Sites) ব্যবহার করে প্রথমে বিদ্যালয়ের বুলেটিন সাইট, তারপর নিজের জন্য একটি অনলাইন পোর্টফোলিও সাইট তৈরি করব।
প্রথমে আমরা একটি খালি পেজ নিয়ে আমরা আমাদের বুলেটিন তৈরির কাজ শুরু করব। আমরা খালি পেজটিতে নিয়ে নিজেরা নিজেদের বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ছবি ও অন্যান্য তথ্য দিয়ে নিজেদের বিদ্যালয় বুলেটিন গুছিয়ে রাখব। শিক্ষক তাঁর ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে আমাদের সাইটটি তৈরি করতে সহায়তা করবেন।
Blank Site–এ ক্লিক করলে একটি পেজ আসবে। এ পেজেই আমরা বিদ্যালয়ের ছবি বা অন্য কোনো ছবি যোগ করব আমরা আমাদের সাইটটি আজকে গুছিয়ে রাখব। ভবিষ্যতে নিজেদের সব লেখা আপলোড করে বা যুক্ত করে তারপর সাইটটি পাবলিশ বা প্রকাশ করব। চাইলে আমাদের সাইটটি পাবলিশ করার জন্য আমাদের প্রধান শিক্ষক বা অন্যান্য সম্মানিত ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে পারি।
আমরা আমাদের লেখা নিবন্ধ বা আর্টিকেল চূড়ান্ত করার আগে শিক্ষককে একবার দেখিয়ে নেব, শিক্ষকের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের আর্টিকেলটিতে ছবি, ভিডিও, সাক্ষাত্কারসহ নানা কিছু যোগ করতে পারি।
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা